“যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি…” আইপ্যাকে ED তল্লাশির প্রতিবাদে পথে নামলেন মমতা

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচন বাংলায় যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ বাড়ছে। এমন অবস্থায় কলকাতায় আই-প্যাকের দফতরে ED অভিযান নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি এলাকা জুড়ে। কারণ ওই অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দফতর থেকে সবুজ ফাইল এবং ল্যাপটপ নিয়ে বেরিয়ে এসেছিলেন। যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য এবং ইডির মধ্যে আইনি লড়াইও শুরু হয়েছে। এখানেই থামেনি শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজপথে নেমে রীতিমত প্রতিবাদ শুরু করেছেন মমতা (Mamata Banerjee)।

যাদবপুরে মমতার মিছিল

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ অর্থাৎ শুক্রবার ইডির অভিযানের প্রতিবাদে দুপুরে যাদবপুর ৮বি মোড় থেকে মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস। মিছিলের নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে টালিগঞ্জ, গড়িয়াহাট, রাসবিহারী হয়ে হাজরায় গিয়ে শেষ হওয়ার কথা এই মিছিলের। মিছিল শেষে সংক্ষিপ্ত জনসভাও করার কথা রয়েছে। রাস্তার দু’পাশে অগণিত মানুষের ভিড় নজর কেড়েছে। মিছিলে শামিল টলিপাড়ার অনেকেই। রয়েছেন সৌমিতৃষা, ভিভান, রণিতা, সুভদ্রা। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন ফিরহাদ হাকিম, জুন মালিয়া, সায়নী ঘোষ, দেব, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক সহ একঝাঁক নেতৃত্ব।

কী বললেন মমতা?

মিছিল শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের প্রত্যেককে ধন্যবাদ জানান এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “আপনাদের সমর্থন বাংলার মানুষকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে। দিল্লির লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, অপমান, অসম্মান। বাংলার মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে রাস্তাই রাস্তা দেখাবে। যাদবপুরের মাটি লড়াইয়ের মাটি।” মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়ে দেন যে, ইডি-বিজেপির চক্রান্ত বাংলা কিছুতেই বরদাস্ত করবে না। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি ইডিকে ব্যবহার করে তৃণমূলের ‘ইলেকশন স্ট্র্যাটেজি’ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। যদিও এই নিয়ে শুভেন্দু অধিকারীও পাল্টা অভিযোগ তুলেছিলেন।

আরও পড়ুন: ‘বিধবা হওয়ার থেকে বাঁচান’ TMC নেতার দাদাগিরির বিরুদ্ধে অভিষেকের কাছে আর্জি মহিলার

প্রসঙ্গত, কলকাতায় আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির প্রতিবাদের রেশ পৌঁছল নয়াদিল্লিতে। শুক্রবার সাতসকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরের বাইরে ধর্নায় বসেছিলেন তৃণমূলের আট সাংসদ। আর সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে তৃণমূল সাংসদদের রীতিমত ধস্তাধস্তি বাঁধে। শেষে সাংসদদের আটক করে টেনেহিঁচড়ে, চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তোলা হয়। আর এই নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদরা। গর্জে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে পাল্টা অভিযোগও করে বিজেপি।

Leave a Comment