বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই (South Africa Beats Pakistan) পাকিস্তানকে হেলায় হারালো দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, দলের পরাজয়ের পাশাপাশি প্রত্যাবর্তন ম্যাচে মাত্র দু বল খেলে শূন্যতে আউট হয়েছেন বাবর আজম। সেই সূত্রেই প্রতিপক্ষের ঘরের মাঠে তাদের 55 রানের বড় ব্যবধানে কুপোকাত করল প্রোটিয়ারা। তবে সিরিজের প্রথম ম্যাচ জিতেই থেমে থাকেনি দক্ষিণ আফ্রিকা। এতদিন যা কেউ করে দেখাতে পারেনি, এবার সেই অসাধ্য সাধন ঘটিয়েই ইতিহাস লিখলো ডোনোভান ফেরেইরার দল।
পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা
মঙ্গলবার, পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। সেই লড়াইয়ে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে 9 উইকেটে 194 রান তোলে প্রোটিয়ারা। এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন রিজা হেনড্রিক্স। তাঁর ব্যাট থেকে 40 বলে পাঁচটি চার এবং 1টি হয় সহযোগে 60 রান পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। যদিও পরবর্তীতে প্রতিপক্ষের দেওয়া 195 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধবল ধোলাই হয়েছে পাকিস্তান।
বলা বাহুল্য, ইনিংসের শুরুতে সাহিবজাদা ফারহান এবং স্যাম আয়ুব দলকে কিছুদূর এগিয়ে নিয়ে গেলেও দক্ষিণ আফ্রিকার দাপুটে বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান ব্রিগেড।এদিন প্রথম উইকেটে 31 রান থেকে ক্রমাগত উইকেট হারিয়ে 139 রানে গুটিয়ে যায় পাকিস্তান দল। আর সেই সূত্রেই রাওয়ালপিন্ডিতে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে লক্ষ্য দিয়ে জেতার পাশাপাশি বড় রেকর্ড করে ফেলে দক্ষিণ আফ্রিকা।
না বললেই নয়, গতকাল টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে 139 রানে গুটিয়ে দিয়ে জয় পাওয়ার পরই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ইতিহাস বদলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আসলে, গতকালের ম্যাচটাই ছিল রাওয়ালপিন্ডির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম ম্যাচ যেখানে একেবারে শুরুতেই প্রথমে ব্যাট করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তাও আবার বড় ব্যবধানে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের রাওয়ালপিন্ডির আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের অধ্যায়ের সূচনা করেছে প্রোটিয়ারা।
অবশ্যই পড়ুন: সুপার কাপে ডার্বি কবে? কীভাবে ফ্রিতে দেখবেন জানুন
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে হারের পর আগামী 31 অক্টোবর, শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে পাকিস্তান। হিসেব মতো, এই ম্যাচ হবে পাক দলের কাছে বদলা নেওয়ার লড়াই। সন্ধ্যা সাড়ে 8টা থেকে শুরু হবে এই ম্যাচ। এখন দেখার সেই আসরে পাকিস্তান হিসেবে মিলিয়ে নিতে পারে কিনা।