বিক্রম ব্যানার্জী, কলকাতা: লিওনেল মেসির কলকাতা সফর (Lionel Messi Kolkata Visit) ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে অশান্তির ঘটনায় এবার গ্রেফতার করা হল আর্জেন্টাইন মহাতারকার ভারতে আসার নেপথ্যে মূল কারিগর বঙ্গ ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তকে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন ফুটবল প্রেমীরা। শুধু তাই নয়, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যুবভারতীর অপ্রীতিকর পরিস্থিতির জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে উদ্যোক্তাদের দিকে আঙুল তুলেছেন। আর সেসবের পরই গ্রেফতার করা হলো দত্তকে। সূত্রের খবর, দর্শকদের টাকা ফিরিয়ে দেওয়ার মুচলেখা দিয়েছেন মূল উদ্যোক্তা শতদ্রু।
টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা?
শনিবার বেলা গড়াতেই মাত্র 5 মিনিটের মধ্যেই যুবভারতীর মাঠ ছাড়েন লিওনেল মেসি। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। গ্যালারি থেকেই দফায় দফায় পড়ছিল স্লোগান। নিজেদের আসনের উপর দাঁড়িয়ে বোতল ছুড়ে মারছিলেন সমর্থকরা। এখানেই শেষ নয়, মেসির জন্য নিয়ে আসা ব্যানারও এদিন ছিঁড়ে ফেলতে দেখা যায় বেশ কয়েকজনকে। তাঁদের অভিযোগ, হাজার হাজার টাকা খরচ করে মেসিকে এক ঝলকও দেখতে দেওয়া হলো না! কেউ কেউ বলছেন, ভিআইপি টিকিট কেটে এসেও মেসির সাথে দেখা করতে পারেননি।
অবশ্যই পড়ুন: 2026 IPL নিলামে সবচেয়ে বেশি দর পাবেন এই ৪ প্লেয়ার! তালিকায় KKR প্রাক্তনীও
জানা যায়, শনিবার মেসির অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃংখলার খবর পেতেই মাঝ রাস্তা থেকে ফিরে যান মমতা। পরবর্তীতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, এমন চূড়ান্ত বিশৃঙ্খলায় তিনি স্তম্ভিত এবং বিচলিত। এই অপ্রীতিকর ঘটনার জন্য আর্জেন্টাইন মহাতারকা এবং দর্শকদের কাছে ক্ষমাও চান মুখ্যমন্ত্রী। সেই সাথে বিশৃঙ্খলার তদন্তের জন্য একটি কমিটি গঠনেরও প্রতিশ্রুতি দেন মমতা। আর তারপরই গ্রেফতার করা হল মূল উদ্যোক্তা শতদ্রুকে। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে শতদ্রুর নাম নেননি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তবে তিনি জানিয়েছেন, মূল উদ্যোক্তা দর্শকদের সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।