‘যেদিন ইচ্ছা হবে রাজনীতি ছেড়ে দেব!’ নির্বাচনের আগে বড় মন্তব্য বিজেপি বিধায়ক হিরণের

Hiran Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। খুব বেশি সময়ও নেই হাতে, কারণ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই ভোট প্রচারের প্রস্তুতিতে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। শাসকদল তৃণমূল কংগ্রেস যেমন প্রচারে কোনওরকম ফাঁক রাখছে না, ঠিক তেমনই বিজেপি ও সিপিএমও তাই। এমতাবস্থায় রাজনীতি নিয়ে এবার বড় মন্তব্য করে বসলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

বিনোদন সফর রাজনীতিবিদদের

আজকের রাজনৈতিক যুগে বিনোদন এবং রাজনীতি এখন যেন মিলেমিশে একাকার। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দার প্রায় সকল অভিনেতা অভিনেত্রীর এখন কমবেশি দুটি পরিচয়। বিনোদনের একটা অংশ হওয়ার পাশাপাশি তাঁরা রাজনীতিবিদ। যদিও অনেক অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে যোগদান করার পর অভিনয় ছেড়ে দিয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ও। বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার পর পরই তাঁকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি। ভবিষ্যতে তাঁকে পুনরায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যাবে কিনা তা নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হলে তিনি দিলেন মোক্ষম জবাব।

কবে অভিনয়ে ফিরছেন হিরণ?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি কি আর ফিরবেন না? এমনকি তাঁকে এও প্রশ্ন করা হয়েছিল যে অভিনয়ে ফিরতে তাঁর কি সত্যিই ইচ্ছা করে না? অবশেষে সেই নিয়ে মুখ খুললেন হিরণ। তিনি জানান, “রাজনীতি তো কোনও অস্থায়ী কাজ নয়। যখন মনে হল করলাম, যখন মনে হল না করলাম না। এটা কি শপথ নেওয়ার সময় লেখা থাকে? তা ছাড়া, তৃণমূল সরকারের তরফে প্রযোজকদের কাছে নির্দেশ দেওয়া আছে যেন আমায় না নেওয়া হয়।”

রাজনীতি ছেড়ে দিলে কী করবেন তিনি?

এছাড়াও সাক্ষাৎকারে বর্তমান সময়ের ফিল্ম বা সিনেমার ধাঁচ নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ক্ষোভের সুরে বলেন যে, গত পাঁচ বছর ধরে নাকি কোনও সিনেমা দেখেননি হিরণ। বাড়িতে তাঁর নাকি কোনো টেলিভিশন নেই, ফোনে যেটুকু পাওয়া যায় সেটুকুই দেখেন তিনি। শুধু তাই নয়, তিনি কোনো সিনেমাহলেও যান না। তবে সে নিয়ে যে তিনি বিশাল কিছু মিস করেন তা নয়। হিরণ বলেন, “যিনি লেখক, তিনি লেখালেখি নিয়েই থাকেন। তাঁকে কি কেউ বলবে তিনি নাচ করবেন কি না, গান গাইবেন? তেমনই রাজনীতিককেই বা এই প্রশ্ন করা হয় কেন? যদি রাজনীতি ছাড়ি তাহলে কবিতা লিখব, গান গাইব, যেটা ইচ্ছা হবে সেটা করব।”

আরও পড়ুন: একের বেশি ভোটার কার্ড থাকলেই বিপদ! হবে জেল সহ জরিমানা, জানুন কীভাবে বাঁচবেন

দেবের প্রসঙ্গে নো কমেন্টস হিরণের

২৬ এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান ঘিরেও তৈরি হল হাজারও রাজনৈতিক জল্পনা। সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, হিরণ কী কখনও রাজনীতি ছাড়বেন? জবাবে খানিক ভেবেই তিনি উত্তর দেন, “যে দিন ইচ্ছা হবে সে দিনই রাজনীতি ছেড়ে দেব।” তখনই উঠে আসে ঘাটাল সাংসদ দেবের প্রসঙ্গ। প্রযোজনা এবং অভিনয় দু’দিকই সমান তালে সামলাচ্ছেন তিনি। কিন্তু সেই ব্যাপারে এইমুহুর্তে কোনও মন্তব্য করতে চান না বলে সাফ জানিয়ে দিলেন হিরণ চট্টোপাধ্যায়।

Leave a Comment