যোগ রয়েছে রামজন্মভূমির! শিরোনামে সূর্য কুমারের হাতঘড়ি, দাম জানলে চমকে যাবেন!

Surya Kumar Watch details and price

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে BCCI। প্রত্যাশা মতোই, সেই দলের অধিনায়ক হয়েছেন সূর্য কুমার যাদব। অন্যদিকে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের দায়িত্বটা এবার অক্ষর প্যাটেলের হাত থেকে সরে শুভমন গিলের কাঁধে চেপেছে।

অন্যদিকে, শত জল্পনা সত্ত্বেও এশিয়া কাপের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুলরা। আর তা নিয়েই 15 সদস্যের স্কোয়াড প্রকাশ্যে আসার পর থেকেই উঠতে শুরু করে প্রশ্ন।

মঙ্গলবার সেই সব প্রশ্নের উত্তর দিতেই এশিয়া কাপের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন অধিনায়ক সূর্য কুমার এবং টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটির প্রধান কোচ অজিত আগরকর। সেখানেই সাংবাদিক সম্মেলনের মাঝে নজর কাড়ে সূর্যর হাতের ঘড়িটি। কব্জিতে বাঁধা ওই ঘড়ির কারণেই এবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ভারতীয় তারকা সূর্য কুমার।

সূর্য কুমারের হাত ঘড়ির বিশেষত্ব

ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্য কুমারের হাতে যে ঘড়িটি লক্ষ্য করা গিয়েছে সেটি আসলে Jacob &Co.-র Ram Janmabhoomi Titanuin Edition। ঘড়িটির বেল্টের রঙ গেরুয়া। কিন্তু এই ঘড়ির বিশেষত্ব কী? খোঁজ নিয়ে জানা গেল, এই ঘড়িটি বিশেষভাবে পুরুষ জাতির জন্য তৈরি করা হয়েছে। ঘড়িটি 100 শতাংশ ওয়াটারপ্রুফ।

ভারতের বাজারে এই ঘড়ির চাহিদা ব্যাপক। বলা বাহুল্য, সূর্যর ওই হাত ঘড়ি একটি লিমিটেড এডিশনের ঘড়ি, যাতে 2 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়। এই হাত ঘড়িটি তৈরি করেছে সুইজারল্যান্ডের কোম্পানি Jacob & Co.।

তবে সূর্য যেই সংস্করণের ঘড়িটি পড়ে রয়েছেন, তার ডায়ালে সূক্ষ্ম হাতে খোদাই করা রয়েছে রাম জন্মভূমির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়। মনে করা হচ্ছে, সূর্যর হাতের ওই ঘড়ি ভারতীয় ইতিহাসে বিরাট তাৎপর্য বহন করে। ছোট্ট ঘড়িটির ডায়ালে ভালভাবে চোখ রাখলে দেখা যাবে তাতে খোদাই করা রয়েছে ভগবান শ্রী রামের মূর্তি, রাম মন্দির সহ রাম লালার জন্মভূমি সংক্রান্ত যাবতীয় নিখুঁত তথ্য।

অবশ্যই পড়ুন: গুজরাতে স্কুলের মধ্যেই ছাত্রকে কুপিয়ে খুন আরেক পড়ুয়ার! গ্রেফতার নাবালক

ঘড়িটির দাম কত?

আগেই জানানো হয়েছে সূর্য কুমার যাদবের হাত ঘড়িটি তৈরি করে সুইজারল্যান্ডের জনপ্রিয় কোম্পানি Jacob & Co.। সাধারণত এই সংস্থার ঘড়িগুলি অনেক বেশি অর্থ খরচ করে কেনেন ভারতীয়রা। তবে হ্যাঁ, যে কোনও সাধারণ মানুষ এই ঘড়ি ব্যবহার করেন না। মূলত, শিল্পপতি থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী, ক্রিকেটার অর্থাৎ সেলিব্রেটিরাই এই ঘড়ির ব্যবহারকারী।

বলিউডের ভাইজান হিসেবে খ্যাত সলমান খানও এই কোম্পানির ঘড়ি ব্যবহার করেন। তবে সূর্য কুমারের ঘড়িটি যেহেতু Ram Janmabhoomi Titanuin Edition, তাই এর দাম সাধারণ ঘড়িগুলির তুলনায় অনেকটাই আলাদা। সংস্থাটির ওয়েবসাইট মারফত খবর, সূর্যর হাতের ওই ঘড়িটির বাজার মূল্য 34 লক্ষ টাকা। যা দিয়ে বিলাস বহুল গাড়ি কিংবা স্বপ্নের ফ্ল্যাট কিনে নিতে পারবেন যে কেউ!

Leave a Comment