‘রং চড়িয়ে অভিযোগ করেছেন মমতা!’ SIR নিয়ে জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: SIR নিয়ে বিতর্কের জট যেন কিছুতেই কাটছে না। SIR নিয়ে যখন একের পর এক অভিযোগ তুলছে শাসকদল, সেইসময় অভিযোগের পরিপ্রেক্ষিতে একের পর এক পাল্টা অভিযোগ তুলছে বিরোধী পক্ষ। সম্প্রতি SIR নিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের বিরুদ্ধে অপরিকল্পিত, ত্রুটিপূর্ণ SIR করার অভিযোগ তোলে। এবার সেই অভিযোগ খণ্ডন করতে পাল্টা চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ত্রুটিপূর্ণ SIR এর অভিযোগ মমতার

গত শনিবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তিন পাতার SIR সংক্রান্ত চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন, এসআইআর প্রক্রিয়ায় প্রস্তুতির অভাব রয়েছে। কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি। এমনকি ভিন্ন ভিন্ন জায়গায় এসআইআর প্রক্রিয়া ভিন্ন ভিন্ন উপায়ে চলছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রী চিঠিতে এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবিও জানিয়েছেন। এবার সেই অভিযোগের পাল্টা CEC কে চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, রাজ্যে SIR শুরু হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন।

পাল্টা চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী

জানা গিয়েছে, আজ অর্থাৎ সোমবার, শুভেন্দু অধিকারী দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উদ্দেশে চার পাতার একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলি তুলেছেন, সবকটাকে ‘খণ্ডন’ করেছেন। চার পাতার ওই চিঠিতে শুভেন্দুর দাবি, “মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়ার ‘মিথ্যা ব্যাখ্যা’ করছেন। অকারণ তাড়াহুড়ো এবং পর্যাপ্ত প্রশিক্ষণের যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল উপস্থাপন করা হয়েছে।” এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী হোয়াটসঅ্যাপের মতো মাধ্যম ব্যবহার করে প্রতি দিন নিত্যনতুন নির্দেশ দেওয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতেও শুভেন্দুর দাবি, বর্তমান যুগে হোয়াটস্‌অ্যাপের মতো ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে নির্দেশ দেওয়ার চল রয়েছে। যখন কোনও কাজের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তখন দ্রুত কোনও বিষয় স্পষ্ট করতে এটি উপযোগী মাধ্যম।

আরও পড়ুনঃ জানুয়ারি মাসে ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দেখুন নবান্নের হলিডে লিস্ট

চিঠিতে এসআইআরের শুনানি প্রক্রিয়ায় হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নামের বানান ভুল কিংবা বয়সের ফারাক থাকলে ভোটারদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি। সেই অভিযোগের ক্ষেত্রে শুভেন্দু বলেন, “নামের বানান বা বয়সে অমিল ধরা পড়লে তা যাচাই করে নেওয়ারই নির্দেশ দেওয়া হয়। যাতে সব নির্ভুল হয়, এটিই তার শ্রেষ্ঠ উপায়। এর জন্য কী কী নথি লাগবে সবই জানিয়ে দেওয়া হয় শুনানির নোটিস জারি করার সময়ে। তাই এই ধরনের অভিযোগগুলি রং চড়িয়ে বলা হচ্ছে।”

আরও পড়ুন: SC, ST, OBC-দের সংরক্ষণ নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট!

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “ভুয়ো ভোটারদের তালিকায় ঢোকানোর জন্য এই ধরনের যাবতীয় প্রক্রিয়া চালাতে চাইছে রাজ্য সরকার, যা কোনও ভাবেই গ্রাহ্য না হয়।” এদিকে এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সুর চড়িয়ে বলেন, “বাংলার ক্ষেত্রেই কেন আলাদা নিয়ম? প্রত্যেকদিন নিয়ম পাল্টানো হচ্ছে, তার উত্তর দিতে হবে জ্ঞানেশ কুমারকে। এত মৃত্যু মিছিল বাংলায়, তার দায় কে নেবেন?” যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন কোন প্রতিক্রিয়া দেয়নি।

Leave a Comment