রকেটের গতিতে বেড়েছে দাম! এক মাসে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে এই স্টক

This Multibagger Stock doubled investors money in just one month

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজার বড়ই অনিশ্চয়তার জায়গা। এই বাজার যেমন একজন বিনিয়োগকারীকে কোটিপতি বানাতে পারে, তেমনই অসাবধানতার বসে বিনিয়োগ করে ফতুর হয়েছেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের (Stock Market) যেসব স্টক বিনিয়োগকারীদের অল্প সময়ের মধ্যে মোটা রিটার্ন দেয়, সেইসব স্টকের পোশাকি নাম মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। তবে এমন স্টক খুঁজে পাওয়া দুষ্কর, যা মাত্র এক মাসে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে। অর্থাৎ গত মাসে আপনি টাকা রেখে থাকলে এ মাসে ডবল রিটার্ন পেয়েছেন এমন স্টকের সংখ্যা হাতেগোনা। এবার তেমনই এক স্টক খুঁজে বের করল India Hood।

মাত্র এক মাসে বিনিয়োগকারীদের দ্বিগুণ রিটার্ন দিয়েছে এই স্টক

1975 এ প্রতিষ্ঠিত ভারতীয় সংস্থা A1 লিমিটেড মূলত বিভিন্ন ধরনের রাসায়নিক এবং অ্যাসিড তৈরি করে সেগুলি পাইকারি দরে সরবরাহ করে থাকে। বিগত দিনগুলি এই সংস্থার শেয়ারগুলি একেবারে লাফিয়ে বেড়েছে। রাসায়নিক ট্রেডিং এবং লজিস্টিক সেক্টরের আহমেদাবাদ ভিত্তিক সংস্থাটির আগের নাম ছিল A1 অ্যাসিড লিমিটেড। সম্প্রতি এই সংস্থাটির শেয়ারগুলি মাত্র এক মাসে বিনিয়োগকারীদের দ্বিগুণ রিটার্ন দিয়েছে।

না বললেই নয়, এই ভারতীয় সংস্থাটির লক্ষ্য তাদের শেয়ার মূলধন 20 কোটি টাকা থেকে বাড়িয়ে 46 কোটি টাকায় নিয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিককালে এই সংস্থাটির বোর্ড বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম আমদানি এবং বিতরণের ব্যবসাতেও ঢুকে পড়েছে। যার কারণে লক্ষী লাভ হয়েছে A1 লিমিটেডের। শুধু তাই নয়, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ওষুধ পণ্য সরবরাহ করাও লক্ষ্য এই সংস্থাটির। মূলত সে কারণেই সবদিক থেকে সংস্থার অগ্রগতির পাশাপাশি বেড়েছে এর শেয়ারের দাম।

অবশ্যই পড়ুন: পেনশনের টাকা কে পাবেন, ছেলে না স্ত্রী? জানাল হাইকোর্ট

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত 24 অক্টোবর A1 লিমিটেডের স্টকের দাম ছিল 1053.10 টাকা। এই দামেই ক্লোজিং হয়েছিল স্টকটি। তবে অবাক করা বিষয়, মাত্র এক মাসের মধ্যে অর্থাৎ গত 24 নভেম্বর এই স্টকটির দাম এক লাফে 2317.25 টাকায় গিয়ে দাঁড়ায়। মঙ্গলবার, 25 নভেম্বর সকালে এই স্টকটির দাম বেড়ে 2433.10 টাকায় ওপেন হয়। এরপর সেই থেকে ক্রমাগত বৃদ্ধি পেয়ে এসেছে এই স্টক। আজ অর্থাৎ 26 নভেম্বর এই স্টকটির দাম দাঁড়িয়েছে 2554.75 টাকায়।

না বললেই নয়, গত মাস অর্থাৎ অক্টোবরে যাঁরা A1 লিমিটেডের স্টকগুলিতে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন আজ তাঁদের সেই স্টকের মূল্য 2 লাখ বা তারও বেশি। সবচেয়ে অবাক করা বিষয়, শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও পাঁচটিরও বেশি ট্রেডিং সেশানে আপার সার্কিট হিট করে থেকেছে এই স্টক। এর অর্থ প্রতিদিন এই স্টকের দাম 5 শতাংশ করে বাড়ছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment