রক্ষিতার সন্তানের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ! ফের শামির উপর বিষোদগার হাসিন জাহান

Hasin Jahan On Shami Again New allegation

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রেমিকার সন্তানের জন্য কাড়ি কাড়ি টাকা ঢালো! নিজের মেয়ের বেলায়… ফের মুখ খুলেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন স্ত্রীয়ের বক্তব্য, নিজের মেয়ের জন্য একেবারেই খরচ করতে চান না শামি! এদিকে প্রেমিকার সন্তানের জন্য গাদা গাদা টাকা ঢালছেন তিনি! মূলত এমন অভিযোগ শানিয়েই সোশ্যাল মিডিয়ায় ফের নিজের ক্ষুব্ধ মনোভাব জাহির করেছেন হাসিন।

হাসিনের ইনস্টাগ্রাম পোস্ট

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ে আইরার স্কুল ড্রেস পরিহিত একটি ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন লিখেছেন, এমন অনেকেই রয়েছেন যারা তাঁর মেয়ে ভাল বিদ্যালয় ভর্তি হোক এমনটা চাননি। তবে হাসিনের বক্তব্য, আল্লাহর কৃপায় তাদের সকলের ছক ব্যর্থ হয়েছে।

বর্তমানে একটি ইন্টারন্যাশনাল স্কুলে মেয়েকে ভর্তি করেছেন হাসিন। সে কথা নিজের পোস্টে লিখেই তাঁর অভিযোগ, মেয়ের পড়াশোনা যাতে ভাল মতো না চলে সেজন্য প্রাক্তন স্বামীও প্রচুর চেষ্টা করেছেন। যদিও শেষ পর্যন্ত আল্লাহর কৃপায় ভাল এক বিদ্যালয় ভর্তি করতে পেরেছেন মেয়েকে।

মেয়ের পড়াশোনা নিয়ে শামির ভাবনাকে তুলে ধরে ওই পোস্টেই হাসিন লেখেন, আমার মেয়ের বাবা একজন কোটিপতি। কিন্তু তা সত্বেও নিজের মেয়ের বদলে তাঁর রক্ষিতার সন্তানকে এরা স্কুলে ভর্তি করেছেন। প্রেমিকার সন্তানের পেছনে লাখ লাখ টাকা ঢালছেন। বিমানে বিজনেস ক্লাসের টিকিট কেটে যাতায়াত করছে তারা। এদিকে আমার মেয়ের পড়াশোনার খরচের কথা উঠলেই তাঁর যত অভাব! আর এসব নিয়েই খোরপোষ মামলার পর ফের খোলা ময়দানে চলে এসেছে ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত জীবন!

 

 

View this post on Instagram

 

A post shared by Haseen Jahan (@hasinjahanofficial)

অবশ্যই পড়ুন: সস্তা হবে নিত্য প্রয়োজনীয় পণ্য, GST ব্যবস্থায় দুই স্ল্যাবের প্রস্তাব কেন্দ্রের

উল্লেখ্য, সম্প্রতি খোরপোষ মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, প্রতিমাসে প্রাক্তন স্ত্রী ও মেয়ের খরচ বাবদ মোট 4 লক্ষ টাকা দিতে হবে ক্রিকেটার মহম্মদ শামিকে। জানা গিয়েছিল প্রাক্তন স্ত্রীয়ের খরচ বাবদ দেড় লক্ষ টাকা ও কন্যা সন্তানের লেখাপড়া থেকে শুরু করে অন্যান্য খরচ বাবদ আড়াই লক্ষ টাকা দিতে বলা হয়েছিল শামিকে। সূত্রের খবর, আদালতের নির্দেশ মেনে হাসিনের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে সেই অর্থ। কিন্তু তা সত্বেও ভারতীয় তারকাকে নিয়ে মাঝেমধ্যেই বিস্ফোরক সব অভিযোগ সামনে আনছেন হাসিন জাহান।

Leave a Comment