রবিতেই ডার্বি, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

Mohun Bagan Vs East Bengal Durand Cup 2025 Derby

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হচ্ছে অপেক্ষা। সমস্ত জল্পনাকে সত্যি করে অবশেষে ডুরান্ড কাপে মুখোমুখি হতে চলছে কলকাতা ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই মর্মেই, মঙ্গলবার শেষ আটের সূচি ঘোষণা করেছে ডুরান্ড কাপ কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আগামী 17 আগষ্ট ফের আরও এক রবিবার কলকাতায় ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে একে অপরের বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছে দুই প্রতিবেশী।

ডার্বি আয়োজন করতে উঠে পড়ে লেগেছিলেন উদ্যোক্তারা

এবারের ডুরান্ড কাপে আলাদা আলাদা গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সাধারণত নিয়ম অনুযায়ী, ডুরান্ড কাপের একই গ্রুপে থাকলে মরসুমের শুরুতেই ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি দেখার সুযোগ হতো ভক্তদের।

তবে এবছর ইস্টবেঙ্গল এ গ্রুপ এবং মোহনবাগান বি গ্রুপে থাকায় ডার্বি আয়োজন একপ্রকার অসম্ভব হয়ে উঠেছিল। তবে সেসবের মাঝেও ইঙ্গিত মেলে শেষ আটের লড়াইয়ে একে অপরের মুখ দেখবে কলকাতা ময়দানের দুই প্রধান। আর সেই সম্ভাবনাকে সত্যি করতে একেবারে উঠে পড়ে লেগেছিল ডুরান্ড কাপ কমিটি।

জানা যায়, ইস্ট-মোহনের ডার্বি আয়োজন করতে লটারি করার চিন্তা ভাবনা নিয়েছিলেন উদ্যোক্তারা। শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কাটিয়ে 17 আগস্ট ডুরান্ড কাপে গড়াচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের লড়াই। বলা বাহুল্য, ইতিমধ্যেই ডুরান্ড কাপের গ্রুপ পর্বের 3 ম্যাচের 3টিতেই জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগানও নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখে পরবর্তী রাউন্ডে যোগ্যতা অর্জন করেছে।

Mohun Bagan Vs East Bengal Durand Cup 2025 Derby

অবশ্যই পড়ুন: এশিয়া কাপে সেঞ্চুরি করেও শূন্যতে আউট হয়েছেন! চিনে নিন সেই ভারতীয় ক্রিকেটারকে

উল্লেখ্য, মোহনবাগান, ইস্টবেঙ্গল ছাড়াও ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের ঘোষিত সূচিতে বাংলা থেকে ডায়মন্ড হারবার এফসি শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী জামশেদপুর এফসির। বলে রাখি, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের দিন অর্থাৎ 17 আগস্টেই গড়াবে জামশেদপুর বনাম ডায়মন্ড হারবারের ম্যাচ।

Leave a Comment