বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে অবশেষে চালু হচ্ছে শিয়ালদহ-রানাঘাট AC লোকাল পরিষেবা (Sealdah-Ranaghat AC Local)। আপাতত যা খবর, 10 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকালই শিয়ালদহ স্টেশন থেকে যাত্রা শুরু হবে বাংলার নতুন AC লোকালের।
নিত্যযাত্রীদের সুবিধার্থে AC লোকাল পরিষেবা শুরুর আগেই নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়েছ রেল। জানা যাচ্ছে, পূর্ব ভারতের এই প্রথম AC লোকালে কোনও যাত্রীই টিকিট ছাড়া উঠতে পারবেন না। কারণ, টিকিট পরীক্ষক ও রেল পুলিশ থাকবেন এই শিয়ালদহ-রানাঘাট AC লোকালে। সে কথা ইতিমধ্যেই রেলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
ট্রেনটি পরিদর্শন করেছেন রেলের আধিকারিকরা
জানা যাচ্ছে, আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর 11 তারিখ অর্থাৎ আসন্ন সোমবার থেকে যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটবে এই AC লোকাল। আর তার আগেই রানাঘাট স্টেশনে পৌঁছে বাংলার প্রথম AC লোকালটি পরিদর্শন করে দেখলেন ভারতীয় রেলের আধিকারিকরা।
সূত্রের খবর, যাত্রী সুরক্ষার জন্য ট্রেনটির ভেতরের যাবতীয় পরিকাঠামো এবং উন্নত ব্যবস্থা দেখে যথেষ্ট আপ্লুত রেল আধিকারিকরা। ইতিমধ্যেই তাঁদের তরফে দশে দশ পেয়ে গিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে ছোটার অপেক্ষায় থাকা AC লোকাল।
AC লোকালের সময়সূচী
রেল সূত্রে খবর, সোম থেকে শনি সপ্তাহে মোট 6দিন শিয়ালদহ থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে ফের শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করবে এই AC লোকালটি। জানা যাচ্ছে, ট্রেনটি রানাঘাট স্টেশন থেকে সকাল 8টা বেজে 32 মিনিট ছেড়ে শিয়ালদহে পৌঁছবে সকাল 10টা বেজে 10 মিনিটে। একইভাবে ওই ট্রেনই আবার সন্ধ্যা 6টা বেজে 50 মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত 8টা বেজে 32 মিনিটে। রবিবার এই AC লোকাল পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।
শিয়ালদহ ও রানাঘাট স্টেশনের মধ্যে এসি ইএমইউ লোকালের প্রবর্তন pic.twitter.com/P0Ih2sXXKM
— Eastern Railway (@EasternRailway) August 8, 2025
কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত দীর্ঘ যাত্রায়, পূর্ব ভারতের প্রথম AC লোকাল ট্রেনটি শিয়ালদহ থেকে ছেড়ে প্রথমে বিধাননগর স্টেশনে থামবে। এরপর একে একে দমদম, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ হয়ে রানাঘাট স্টেশনে পৌঁছবে। উল্লিখিত প্রতিটি স্টেশনেই নির্দিষ্ট সময়ের জন্য থামবে এই AC লোকাল।
অবশ্যই পড়ুন: RCB ছাড়ছেন বিরাট কোহলি? GT-র সহকারি কোচের সাথে অনুশীলন ঘিরেই জল্পনা তুঙ্গে
যাত্রী সুরক্ষায় বিশেষ ব্যবস্থা রেলের
শিয়ালদহ ডিভিশনের পার্সোনাল অফিসার একলব্য চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, যাচ্ছি সুরক্ষার জন্য ওই AC লোকালে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। গরমের মধ্যে যাত্রীদের যাতে সমস্যা না হয় সেজন্য ট্রেনের প্রতিটি কামরায় 30 টন ক্ষমতা সম্পন্ন AC রয়েছে। সেই সাথে, কোনওরকম সমস্যা হলে নির্দ্বিধায় যাত্রীরা ট্রেনের গার্ড এবং চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সেজন্য প্রতিটি কামরায় টকব্যাক সিস্টেম থাকছে। তাছাড়াও রেল সূত্রে খবর, এই AC লোকালে উপস্থিত থাকবেন রেল পুলিশের কর্মী থেকে শুরু করে টিকিট পরীক্ষকরা। কাজেই, টিকিট না কেটে ট্রেনে সফর করার কথা ভাবলে মোটা টাকা জরিমানা গুনতে হবে যাত্রীদের, সে কথাও জানিয়ে দিয়েছে রেল। খোঁজ নিয়ে জানা গেল, সাধারণ লোকালের মতোই বিনা টিকিটে যাত্রার ক্ষেত্রে AC লোকালের ক্ষেত্রেও 250 টাকা জরিমানা করা হবে যাত্রীদের।