প্রীতি পোদ্দার, কলকাতা: সকাল থেকেই জেলায় জেলায় আকাশের মুখ ভার (West Bengal Weather Update)। কোথাও আবার গতকাল রাত থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে। জানা গিয়েছে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তবে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকলেও এখনই কমছে না ভ্যাপসা গরম। বঙ্গোপসাগর থেকে আসা অত্যাধিক জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
এদিকে নিম্নচাপের আপডেট নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, আগামী ৩০ জুন উত্তর বঙ্গোপসাগরে এক নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। যার প্রভাবে আগামীকাল থেকে সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় মৎস্যজীবীদের তাই সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তাল থাকবে উপকূল লাগোয়া সমুদ্র। সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ রবিবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে মঙ্গলবারের পর থেকে।
আরও পড়ুন: আর দাঁড়াতে হবে না লাইনে! মাত্র ৭ দিনে মিলবে e-Passport, এভাবে করুন আবেদন
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও পড়তে পারে বাজ। উত্তরের প্রায় সব জেলাইতে চলবে বর্ষণ। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ভারী, অতিভারী বৃষ্টিতে দক্ষিণবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নদীর জলস্তর নতুন করে বাড়তে পারে।