সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি রোজ বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu) ওপর দিয়ে চলাচল করেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। ফের একবার এই সেতু বন্ধ রাখা হবে বলে বিবৃতি জারি করে জানাল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার কলকাতা পুলিশ এক বিবৃতি জারি করে জানিয়েছে, বড় ধরনের মেরামত ও পুনর্বাসনের কাজ সহজতর করার জন্য রবিবার বিদ্যাসাগর সেতু আট ঘন্টার জন্য সম্পূর্ণরূপে যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।
১৪ ডিসেম্বর ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
হুগলি রিভার ব্রিজ কমিশনারদের (HRBC) স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের জন্য সেতুটি সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে, বিবৃতিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে, সেতু এবং এর র্যাম্পে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিকল্প রাস্তা কী হবে?
বিবৃতিতে বিকল্প রাস্তা সম্পর্কে তথ্য দিয়েছে পুলিশ। বিবৃতি অনুযায়ী, জিরাট দ্বীপের দিক থেকে এজেসি বোস রোড ধরে পশ্চিমমুখী যানবাহনগুলিকে টার্ফ ভিউ থেকে অ্যাট-গ্রেড রোড দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজে পৌঁছানো যাবে। বিকল্পভাবে, মানুষ হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে মোড় নিয়ে কেপি রোড ধরতে পারেন। কেপি রোড ধরে পশ্চিম দিকে আসা যানবাহনগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ দিয়ে রুট করা হবে।
Traffic Notification in connection with the full closure of Vidyasagar Setu, Kolkata from 06:00 a.m. to 02:00 p.m. on 14/12/2025 (Sunday) pic.twitter.com/cPThE0AJiz
— Kolkata Traffic Police (@KPTrafficDept) December 11, 2025
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খিদিরপুর থেকে সিজিআর রোড হয়ে পূর্বমুখী যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। কেপি রোডে যেসব যানবাহন ওয়াই-পয়েন্ট র্যাম্প ব্যবহার করে বিদ্যাসাগর সেতুতে যেতে চাইবে, তাদের ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে কেপি রোড এবং রেড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে নিয়ে যাওয়া হবে।