প্রীতি পোদ্দার, কলকাতা: এই শীতের মরশুমে শহর জুড়ে যেন উৎসব লেগেই রয়েছে। কোথাও একের পর এক কনসার্ট তো কোথাও আবার একের পর এক মেলা। এমতাবস্থায় আগামীকাল কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ম্যারাথন প্রতিযোগিতা (Kolkata Police Half Marathon)। জোর কদমে চলছে প্রতিযোগিতার শেষ মুহূর্তে প্রস্তুতি। আর এই আবহে ম্যারাথনের কারণে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে।
বন্ধ থাকবে কলকাতার একাধিক রাস্তা
রিপোর্ট মোতাবেক, আগামীকাল যেহেতু ম্যারাথন প্রতিযোগিতা তাই ভোর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় কার্যত বদলে যাবে ট্রাফিক রুট। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ইতিমধ্যেই বিস্তারিত ট্রাফিক অ্যাডভাইজরি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১৮ জানুয়ারি, রবিবার, ভোর চারটে থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। যে যে রাস্তাগুলি বন্ধ থাকবে তার মধ্যে অন্যতম হল আর আর অ্যাভিনিউ, এজেসি বোস রোড, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড এবং মেয়ো রোড।
The Kolkata Police Safe Drive Save Life Half Marathon is set to take place this Sunday, 18th January 2026. The distribution of BIBs and Kits to participants commenced yesterday at the Netaji Indoor Stadium and will continue until 6:00 PM tomorrow, 17th January 2026.
— Kolkata Traffic Police (@KPTrafficDept) January 16, 2026
বিকল্প রুট নির্দেশ কলকাতা পুলিশের
কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার জেরে বেশ কয়েকটি রাস্তা ভোর চারটে থেকে বেলা ১২টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। আর সেই তালিকায় রয়েছে খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইনস ওয়ে, হসপিটাল রোড, আর আর অ্যাভিনিউ, এজেসি ফ্লাইওভার, মা ফ্লাইওভার, এসপ্ল্যানেড, ঘোড়া পাস, মেয়ো রোড, শেক্সপিয়র সরণি, সার্কাস অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড। অন্যদিকে যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একাধিক বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। এজেসি বোস রোডের পূর্বমুখী গাড়িগুলিকে এজেসি রোড এবং ডিএল খান রোড ক্রসিং ভায়া ডিএল খান রোড-এস এন পণ্ডিত ক্রসিং-হরিশ মুখার্জী/এটিএম রোড এবং উত্তরমুখী গাড়িগুলি বেলভাডিয়ার রোড থেকে এজেসি বোস রোড ধরে যেতে হবে।
আরও পড়ুনঃ পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা
এছাড়াও বিকল্প পথ হিসেবে মা ফ্লাইওভার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংমুখী গাড়িগুলিকে সোহরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর রেলব্রিজ, পার্স সার্কাস কানেক্টার হয়ে যাবে। অন্যদিকে দক্ষিণমুখী গাড়িগুলি ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে এসপ্ল্যানেড ইস্ট ক্রসিং হয়ে যেতে হবে। এসপ্ল্যানেডে রাস্তা বন্ধ থাকবে। হেস্টিংস ক্রসিং ভায়া সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-কিংসওয়ে ধরে যেতে হবে। জানা গিয়েছে আজ রাত ১০টা থেকে রবিবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড।
আরও পড়ুন: নতুন বছরে চরম ভোগান্তি, সরকারের এক সিদ্ধান্তে অনেকেই পাচ্ছেন না রেশন
পার্কিংয়ের ক্ষেত্রেও বিশেষ নিষেধাজ্ঞা
ম্যারাথনের কারণে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। বলা হয়েছে খিদিরপুর রোড, হসপিটাল রোড, আর আর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড থেকে শেক্সপিয়ার সরণি ক্রসিং, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইনস ওয়ে, আউট্রাম রোড, শেক্সপিয়র সরণি এবং সার্কাস অ্যাভিনিউ ভোর সাড়ে চারটে থেকে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে, সম্ভব হলে যাত্রীরা যেন মেট্রো, বাস বা বিকল্প গণপরিবহন ব্যবহার করে।