রবিবার থেকে বিদ্যাসাগর সেতুতে দিনে ১৭ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ, বিকল্প পথ জানাল পুলিশ

Vidyasagar Bridge

সৌভিক মুখার্জী, কলকাতা: পূজার মরসুমের আগে কলকাতা ও হাওড়াবাসীর জন্য বড়সড় ঘোষণা কলকাতা পুলিশের। আগামী রবিবার অর্থাৎ 11 আগস্ট থেকে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge) দিয়ে পণ্যবাহী যানবাহন চলতে পারবে না। হ্যাঁ, এতদিন দুপুরবেলার দিকে এই সেতু ব্যবহার করে পণ্যবাহী গাড়িগুলি কলকাতায় প্রবেশ করত। তবে এবার সেই রাস্তাতেই তালা বন্ধ করল প্রসাসন। 

কেন এই নিষেধাজ্ঞা?

উল্লেখ্য, কোনা এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজ চলছে বর্তমানে জোরকদমে। এর ফলে সাঁতরাগাছি উড়ালপুলের আশেপাশে সৃষ্টি হয়েছে ব্যাপক জনজট। আর এই অবস্থায় যদি আগের মতো ভারি যানবাহন চলতে থাকে, তাহলে সাধারণ যাত্রীদের চলাচলে বড়সড় বাধা আসতে পারে। আর সে কারণেই হাওড়া পুলিশ ও কলকাতা পুলিশের উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কী থাকছে নতুন নিয়মে?

কলকাতা ট্র্যাফিক পুলিশের নতুন নিয়ম অনুযায়ী, সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত পণ্যবাহী গাড়িগুলি যেখানে আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ও দিল্লি রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতায় পৌঁছত, এখন সেই গাড়িগুলিকে ডানলপ দিয়ে নিবেদিতা সেতু ও টালা সেতু হয়ে কলকাতায় ঢুকতে হবে।

অন্যদিকে দুপুরবেলার মাঝারি ও হালকা পণ্যবাহী গাড়িগুলি যেখানে আগে কোনা এক্সপ্রেসওয়ে হয়ে আসার অনুমতি ছিল, এখন এই রাস্তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত শুধুমাত্র ছোট গাড়িগুলি এবং গ্যাস সিলিন্ডার, ওষুধ, সবজি, মাছ, ফল, দুধ ও অক্সিজেন সরবরাহকারী গাড়িগুলির চলাচল চালু থাকবে। 

আরও পড়ুনঃ খ্রিস্টান মেয়েকে বিবাহ, ধর্মান্তর! হুমা কুরেশির মৃত ভাই আসিফ সম্পর্কে কিছু অজানা তথ্য

এ বিষয়ে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি জানিয়েছেন, সাঁতরাগাছি এলাকায় রাস্তা সরু হয়ে যাওয়ার ফলে ভারী যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে দুর্গাপূজার মতো উৎসবে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই আমরা বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, এই নিয়ন্ত্রণ সাময়িক হলেও এর মাধ্যমে আমরা যানজট কমিয়ে শহরের যাত্রীদের যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ করতে পারব।

Leave a Comment