বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগে সাফল্যের শিখরে ওঠা হল যাঁর হাত ধরে, তাঁকেই আনুষ্ঠানিকভাবে বিদায় দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ক্লাবের তরফে নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ওড়িশা ত্যাগী সের্জিও লোবেরার নাম (Mohun Bagan New Head Coach)। গত বুধবার, মোহনবাগানের সাথে চুক্তি হওয়ার পরই এবার ভারতে আসার জন্য ভিসার আবেদন করে দিলেন স্প্যানিশ কোচ। তাহলে কবে শহরে আসছেন শুভাশিস বসুদের নতুন হেড স্যার?
কবে শহরে আসছেন মোহনবাগানের নতুন কোচ?
বাগান সূত্রে খবর, ইন্ডিয়ান সুপার লিগের চরম অনিশ্চয়তার মধ্যেও আগামী রবিবার থেকেই পুরোদমে অনুশীলন শুরু করে দিচ্ছে তারা। তার আগে আগামীকাল অর্থাৎ শনিবার সমস্ত ফুটবলারকে সবুজ মেরুন শিবিরে হাজির হতে বলা হয়েছে। যদিও তার আগেই শুক্রবারই নিজস্ব উদ্যোগে অনুশীলনে নেমে পড়েছেন মোহনবাগানের ব্রাজিলিয়ান স্টার রবসন রবিনহো।
শোনা যাচ্ছে, আগামী রবিবার মোহনবাগানের অনুশীলনের দিনে শহরে আসার কথা রয়েছে নতুন কোচ লোবেরার। এদিনই তাঁর তত্ত্বাবধানে গা গরম করবেন সবুজ মেরুনের ফুটবলারেরা। তবে প্রশ্ন হল, শেষ পর্যন্ত যদি ভারতে আসার ভিসা না পান, সেক্ষেত্রে কী হবে? মোহনবাগান সূত্রে খবর, শেষ পর্যন্ত যদি রবিবারের আগে বাগানের নতুন কোচ লোবেরা ভিসা না পান, সেক্ষেত্রে তিনি যতদিন শহরে না আসছেন ঠিক ততদিন মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনাররা অনুশীলনের দায়িত্বে থাকবেন। তবে, রবিবারের মধ্যেই নতুন কোচ শহরে আসুক এমনটাই চাইছেন বাগান সমর্থকরা।
অবশ্যই পড়ুন: ১ লাখে মিলেছে ১৯ লাখেরও বেশি, ১৮৬৫% রিটার্ন দিয়েছে ১৭ টাকার এই স্টক
উল্লেখ্য, ভারতীয় ফুটবলের DNA কিছুটা হলেও বোঝেন স্প্যানিশ কোচ লোবেরা। ইতিমধ্যেই এদেশের তিন ফুটবল ক্লাব এফসি গোয়া, মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসিতে কাজ করে ফেলেছেন তিনি। 2021 ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড এবং কাপ দুইই লোবেরার হাত ধরে জিতেছিল মুম্বই। শুধু তাই নয়, 2023 এ স্প্যানিশ মহারথীর কোচিংয়ে সুপার কাপের ফাইনালে উঠেছিল ওড়িশা। একই সাথে 2023-24 মরসুমে ISL এ চতুর্থ স্থান অর্জন করেছিল ভিন রাজ্যের দলটি। তাছাড়াও এর আগে গোয়াকে একাধিক সাফল্য পাইয়ে দিয়ে এসেছিলেন তিনি। এবার সামলাবেন কলকাতার বটবৃক্ষ মোহনবাগানকে।