সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার দুর্ভোগ বাড়তে চলেছে সাধারণ মানুষের। বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জানা গিয়েছে, রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর বিদ্যাসাগর সেতু ব্যবহারকারীদের জন্য বন্ধ থাকবে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
রবিবার ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
এখন নিশ্চয়ই ভাবছেন কেন এই সেতু বন্ধ থাকবে? জানা গিয়েছে, কলকাতা পুলিশ জরুরি মেরামত ও পুনর্বাসন কাজের জন্য সেতুটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। ইঞ্জিনিয়াররা স্টে এবং ডাউন কেবল প্রতিস্থাপন এবং আইকনিক কাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য রবিবার সকাল ৬:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত এই বন্ধ থাকবে সেতুটি।
এদিকে সাময়িক বন্ধের ফলে শহরজুড়ে, বিশেষ করে প্রধান সংযোগ সড়কগুলিতে, উল্লেখযোগ্য যানজট তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং সম্ভব হলে বিকল্প রুট ব্যবহার করার আহ্বান জানিয়েছে। পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এই কাজের মধ্যে রয়েছে দ্বিতীয় হুগলি সেতুর প্রয়োজনীয় মেরামত, যার মধ্যে রয়েছে কেবল প্রতিস্থাপন এবং বিয়ারিং রক্ষণাবেক্ষণ – নিরাপত্তার কারণে যানবাহন চলাচল সম্পূর্ণ স্থগিত রাখার কাজ। অসুবিধা কমাতে রবিবার মেরামতের সময় নির্ধারণ করা হয়েছে, তবে কর্মকর্তারা স্বীকার করেছেন যে বিলম্ব এবং যানজট তার আগে থেকেই থাকার সম্ভাবনা রয়েছে।
বিকল্প রুটের ঘোষণা পুলিশের
বিদ্যাসাগর সেতু বা এর র্যাম্পগুলিতে সকাল ৬:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এর ফলে এজেসি বোস রোড থেকে সেতুর দিকে আসা পশ্চিমমুখী যানবাহনগুলিকে এইভাবে ঘুরিয়ে দেওয়া হবে। হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোড হয়ে সেতুর দিকে যাওয়া যানবাহনগুলিকেও ডাইভারট করা হবে। কোনা বা কেপি রোড থেকে পূর্বমুখী যানবাহনগুলিকে ময়দান, সেন্ট জর্জ গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং অন্যান্য বিকল্প করিডোর দিয়ে ডাইভারশনের সম্মুখীন হতে হবে। হাওড়া থেকে সেতুটি ধরে যাওয়ার উদ্দেশ্যে আসা যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং এবং পার্শ্ববর্তী রাস্তাগুলির দিকে ঘুরিয়ে দেওয়া হবে। জেমস লং সরণি, এনএইচ-১৬ এবং কেআর রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডাইভারশন থাকবে।
Traffic Notification in connection with the full closure of Vidyasagar Setu from 06:00 am to 02:00 pm on 23.11.2025 (Sunday). pic.twitter.com/cC4eO2U0cU
— Kolkata Traffic Police (@KPTrafficDept) November 20, 2025