রবিবার মুখোমুখি হচ্ছ ইস্টবেঙ্গল-মোহনবাগান, কোথায় দেখা যাবে কলকাতা ডার্বির লাইভ স্ট্রিমিং?

East Bengal Vs Mohun Bagan Kolkata Derby Live Streaming Check Out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার শহর কলকাতার ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গন লাল হলুদ এবং সবুজ মেরুন রঙে রঙিন হয়ে উঠবে। কেননা, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে ডুরান্ড কাপে মুখোমুখি হচ্ছে দুই ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

কলকাতা ময়দানের দুই প্রধানই সেনাবাহিনীর টুর্নামেন্টের বিগত ম্যাচগুলিতে অনবদ্য পারফরমেন্স দেখিয়ে কলকাতা ডার্বিতে পা রাখতে চলেছে। আর এই শেষ আটের লড়াইয়েই একে অপরকে ধাক্কা দিতে এক প্রকার প্রস্তুত দুজনেই।

রবির হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখে ময়দানের দুই প্রধানই রুদ্ধদ্বার অনুশীলন সেরেছে। আপাতত অপেক্ষা মহাযুদ্ধের। কিন্তু কোথায় দেখবেন দুই চির প্রতিদ্বন্দ্বীর কলকাতার ডার্বি? রবিবার, ছুটির দিন ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের লাইভ স্ট্রিমিং বাড়িতে বসে দেখতে, প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

কখন শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ?

ডুরান্ড কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 17 আগস্ট সন্ধ্যা 7টায় শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড ডার্বি। বাগানের পুরনো বিদেশী বনাম ইস্টবেঙ্গলের নতুন বিদেশীদের লড়াই কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে তা দেখতে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই যুবভারতীর বাইরে ভিড় জমাবে ফুটবল প্রিয় মানুষজন।

কিন্তু যারা টিকিট পাননি তাদের ভরসা ওই মুঠোফোন বা ল্যাপটপ, টিভি। কিন্তু কোথায় দেখা যাবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের লাইভ স্ট্রিমিং, তাই তো জানা নেই। নিচে রইল সেই তথ্য।

অবশ্যই পড়ুন: Top 10: আরজি কর কাণ্ডে রাষ্ট্রপতি, SSKM-এ ভর্তি না নেওয়ায় মৃত্যু, শুল্ক কমানোর সম্ভাবনা! আজকের সেরা ১০ খবর

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখুন এখানে

চলতি ডুরান্ড কাপের সম্প্রচার সত্ব রয়েছে সনির হাতে। তাই রবিবারের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডুরান্ড কাপ ডার্বি লাইভ দেখতে হলে নিজের স্মার্টফোনে এখনই বিনামূল্যে SonyLiv অ্যাপ ডাউনলোড করে নিন। এখানেই দেখা যাবে দুই ময়দান প্রধানের ম্যাচ। এছাড়াও আগামীকালের ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে Sony TEN 2 এবং Sony TEN 2 HD টিভি চ্যানেলে।

Leave a Comment