বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শেখ শাজাহানের সন্দেশখালিতে পা পড়ল সিবিআই আধিকারিকদের (CBI Visits Sandeshkhali)। জানা যাচ্ছে, রবিবার শাজাহানের সঙ্গী মাফুজার মোল্লার খোঁজে মিনাখাঁর আটপুকুরের আলাউদ্দিন গাজির বাড়িতে হানা দেয় সিবিআই। সূত্রের খবর, মাফুজারকে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁর শ্বশুরবাড়িতে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
শাজাহানের বাড়িতেও হানা দেয় সিবিআই
জানা গিয়েছে, রবিবার মাফুজার মোল্লাকে তাঁর আটপুকুরে শ্বশুরবাড়িতে না পেয়ে শেষ পর্যন্ত ওই বাড়ির সদস্যদের কাছে জিজ্ঞাসাবাদের পরই ফের শাজাহানের প্রথম এবং দ্বিতীয় বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। বলা বাহুল্য, দ্বিতীয় বাড়িটিতে তৃণমূল নেতার মেয়ে থাকেন বলেই খবর।
কী কারণে ফের শাজাহানের বাড়িতে ঢু মারলেন সিবিআই অফিসাররা?
আপাতত যা খবর, গত বছর শাজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে ইডি আধিকারিকদের উপর কারা হামলা করেছিলেন, কাদের মদতে ওই হামলা হয়েছিল, ফোনে হামলার জন্য দুষ্কৃতিদের কারা নির্দেশ দিয়েছিলেন, ঠিক কী কারনে হামলা এবং হামলাকারীদের পরিচয় সহ একাধিক বিষয়ে তদন্তের স্বার্থে সন্দেশখালির আকুঞ্জি পাড়া ও সরবেড়িয়া বাজার এলাকায় শাজাহানের দুই বাড়িতে উপস্থিত হন সিবিআই আধিকারিকদের একটি দল।
অবশ্যই পড়ুন: ‘মোদির কাছে শেখা উচিৎ নেতানিয়াহুর!’ ইজরায়েলি মিডিয়ায় ভারতের গুণগান
প্রসঙ্গত, 2024 সালের 5 জানুয়ারি, শেখ শাজাহানের আকুঞ্জি পাড়ার বাড়িতে ইডি আধিকারিকদের উপর জোরালো হামলা চালিয়েছিলেন বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনার তদন্তে নেমেই গতকাল অর্থাৎ শনিবার দুপুরে তৃণমূল নেতা শাজাহান, তাঁর মেয়ে এবং কয়েকজন অনুগামীর বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। তবে আকুঞ্জিপাড়ায় তৃণমূল নেতার বাড়ির বাইরে তালা ঝুলছিল। পরবর্তীতে শাজাহান ঘনিষ্ঠদের সাথে কথা বলার পর ফের রবিবার সন্দেশখালিতে পা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের।