বিক্রম ব্যানার্জী, কলকাতা: আশঙ্কাই সত্যি হল। শনিবার ইডেনে ব্যাট হাতে নেমে ঘাড়ে প্রচন্ড চোট পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। যার কারণে ফিজিও এবং মেডিকেল টিমের সাথেই মাঠ ছাড়তে দেখা গিয়েছিল তাঁকে। এরপর দলের বাকিরা ফিল্ডিং করতে নামলেও নামতে দেখা যায়নি গিলকে। শোনা যায়, ইডেন থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। রবিবার সকাল হতেই এল খারাপ খবর। জানা যায়, কলকাতার উডল্যান্ডস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল ভারতীয় ক্রিকেটারকে। এখন শোনা যাচ্ছে, শরীরের খারাপ অবস্থা নিয়ে আর ইডেন টেস্টে (India Vs South Africa Test) খেলতেই পারবেন না গিল। এমনটাই জানিয়েছে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইডেন টেস্টে আর খেলবেন না গিল
অধিনায়ক গিলের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে গিয়ে দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পান শুভমন। দিনের খেলা শেষ হওয়ার পরই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ফলে এই মুহূর্তে তিনি আর ইডেন টেস্ট খেলতে পারবেন না। আমাদের মেডিকেল টিম তাঁর দায়িত্বে রয়েছে।”
এখন ঠিক কেমন আছেন শুভমন?
শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই ব্যাট করতে নেমে হঠাৎ ঘাড়ে টান লাগে শুভমনের। যারা ম্যাচ দেখছিলেন তারা জানবেন কাঁধে হাত রেখে কাতরাচ্ছিলেন গিল। যা দেখে তড়িঘড়ি মাঠে ছুটে আসেন ফিজিও। শেষ পর্যন্ত কাঁধ ব্যাথা নিয়েই মাঠ ছাড়েন অধিনায়ক। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার পর সতর্কতামূলক এবং পর্যবেক্ষণের জন্য আইসিইউতেও রাখা হয়েছিল।
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, হাসপাতালে ভর্তি করানোর পর এমআরআই করানো হয় খেলোয়াড়ের। তাতে ঘাড় শক্ত হওয়ারও প্রমাণ পাওয়া যায়। চিকিৎসকদের মতে, এই সমস্যাটাকে চিকিৎসার পরিভাষায় পেন থ্রেসহোল্ড বলা হয়ে থাকে। জানা গিয়েছে, শেষবারের মতো ব্যথায় কার্যত ছটফট করছিলেন শুভমন। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও যন্ত্রণা রয়েছে প্লেয়ারের।
অবশ্যই পড়ুন: SSC নিয়ে নয়া বিতর্ক, নথি যাচাইয়ের জন্য ডাক পেলেন না প্রথম সারির বহু আন্দোলনকারী
প্রসঙ্গত, শেষবারের মতো শোনা গিয়েছিল, পরবর্তীতে ভারতীয় অধিনায়কের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবেন BCCI এর চিকিৎসকরা। আশঙ্কা করা হয়েছিল, ঘাড়ের চোট নিয়ে ইডেন টেস্টে আর খেলতেই পারবেন না গিল। শেষ পর্যন্ত সেটাই হল। কলকাতার পিচে আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্টে আর দেখা মিলবে না অধিনায়কের। এখন আশঙ্কা বাড়ছে, আসন্ন দ্বিতীয় টেস্টে গুয়াহাটিতেও হয়তো অনুপস্থিত থাকতে পারেন ভারতীয় টেস্ট দলের সেনাপতি।