রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা অবধি বন্ধ বিদ্যাসাগর সেতু! জানুন বিকল্প পথ

vidyasagar setu

সহেলি মিত্র, কলকাতাঃ রবিবার চাপ বাড়তে চলেছে বহু মানুষের। ফের একবার বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। আগামীকাল ৯ নভেম্বর বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী ব্রিজ। এর ফলে স্বাভাবিভাবেই সাধারণ মানুষের হয়রানির আশঙ্কা করা হচ্ছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

জানা গিয়েছে, রবিবার ৯ নভেম্বর কাকভোর থেকেই সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু বা বিদ্যাসাগর সেতু। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, জরুরি মেরামত ও বেশ কিছু কাজের জন্য ৯ নভেম্বর, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, সেতুর স্টে এবং হোল্ডিং-ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের সুবিধার্থে এই ব্রিজ বন্ধ রাখা প্রয়োজনীয়। হুগলি রিভার ব্রিজ কমিশনার (HRBC) এই কাজটি পরিচালনা করছে বলে খবর।

১৯৮৮ সালের মোটরযান আইন এবং ১৯৬৫ সালের পশ্চিমবঙ্গ ট্রাফিক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারার অধীনে জারি করা এই আদেশে বলা হয়েছে যে বন্ধের সময়কালে বিদ্যাসাগর সেতু এবং এর র‍্যাম্পগুলিতে সকল ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। যানজট কমাতে, কলকাতা পুলিশ পশ্চিম এবং পূর্ব উভয় দিকেই যানবাহনের জন্য ডাইভারশন ঘোষণা করেছে।

বিকল্প রাস্তা জানাল কলকাতা পুলিশ

এজেসি বোস রোড, কেপি রোড, সিজিআর রোড, খিদিপুর এবং সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনের জন্য ডাইভারশন রুটগুলি সম্পর্কে ইতিমধ্যে রোডম্যাপ বোঝানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কলকাতাগামী পণ্যবাহী গাড়ি কোলাঘাট বা ডানকুনি দিক থেকে নিবেদিতা সেতু হয়ে শহরে ঢুকবে। সেইসঙ্গে যাত্রীবাহী গাড়ি কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করতে পারবে।

Leave a Comment