সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে সমস্যা জেরে বিপাকে পড়তে চলেছে নিত্যযাত্রী ও পরীক্ষার্থীরা। হ্যাঁ, নিউ গড়িয়া মেট্রো স্টেশনের পিলারে ফাটল ধরাতে আগেই পরিষেবা সীমিত করা হয়েছে। বর্তমানে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে। তবে তাতেও সমস্যা কমছে না।
কারণ নিত্যযাত্রীরা অভিযোগ তুলছে, সময়মতো ট্রেন আসছে না, অতিরিক্ত ভিড়ের কারণে দরজা ঠিকমতো বন্ধ হচ্ছে না। ফলত যাতায়াতে সৃষ্টি হচ্ছে ভোগান্তি। তবে এরই মধ্যে মেট্রো পরিষেবা বন্ধের ঘোষণা করা হল। কবে, কোথায় বন্ধ হচ্ছে পরিষেবা? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
রবিবারের সাত ঘন্টা বন্ধ মেট্রো পরিষেবা
হিন্দুস্তান টাইমস বাংলার রিপোর্ট অনুযায়ী, ব্লু লাইনের সমস্যার মধ্যেই বিরাট ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, শনিবার রাত এগারোটা থেকে রবিবার দুপুর তিনটে পর্যন্ত শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে কোনোরকম মেট্রো চলবে না। কারণ শহীদ ক্ষুদিরাম স্টেশনের কাছে মেট্রো ঘোরানোর জন্য নতুন ক্রসওভার লাইন তৈরির কাজ হবে। তবে রবিবার বিকেল চারটে থেকে পুনরায় মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে।
চাকরির পরীক্ষার দিনেই ভোগান্তি
প্রসঙ্গত, ওইদিন অর্থাৎ 31 আগস্ট পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস রিক্রুটমেন্ট পরীক্ষা রয়েছে। ফলে হাজার হাজার পরীক্ষার্থীকে মেট্রো পরিষেবার উপর নির্ভর করতে হবে। তাই যাত্রীরা আশঙ্খা করছে, এই সিদ্ধান্তে পরীক্ষার্থীরা ব্যাপক সমস্যায় পড়তে পারে। তবে মেট্রো কর্তৃপক্ষ সরাসরি কিছু না বললেও বিকল্প ব্যবস্থা ঘোষণা করেছে। কী সেই ব্যবস্থা?
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে দরপতন সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট
আসলে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল সাতটা থেকে ব্লু লাইনের মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্পেশাল ট্রেন চালানো হবে। আর একই দিনে গ্রীন লাইনের মেট্রো রবিবার সকাল ন’টার বদলে আটটা থেকে পরিষেবা শুরু করবে। পাশাপাশি ব্যস্ত সময়ে ট্রেন চলাচলের ফ্রিকোয়েন্সি 8 মিনিট থেকে কমিয়ে 5 মিনিট করা হবে। এতে নিত্যযাত্রীরা কিছুটা হলেও উপকৃত হবে, তা বলা যায়।