রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে বিক্ষোভ তৃণমূলের! মালদহের ঘটনায় এবার বাঙালি অস্মিতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে বড় বিপদে পড়ল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যেরা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি পোড়াতে গিয়ে ভুলবশত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে লাগিয়ে দেওয়া হল আগুন! তাই এবার শমীক ভট্টাচার্যের পর চাঁচল কলেজে ঘটনা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ঠিক কী ঘটেছিল?

২ সেপ্টেম্বর মালদহের চাঁচল কলেজে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। আসলে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা। সেই ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছিল তৃণমূল। চাঁচল কলেজের সামনে বাংলার মনীষীদের ছবি হাতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন সংগঠনের সদস্যেরা। তার মাঝেই মোদী-শাহের ছবি পোড়াতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেন। যদিও বিষয়টি নজরে আসতেই আগুন নিভিয়ে দেন তাঁরা। কিন্তু সেই ছবিটি নজর এড়ায়নি বিরোধীদের, যার ফলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।

কী বলেছিলেন শমীক ভট্টাচার্য?

তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিলের এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, ‘‘তৃণমূল ছাত্র পরিষদ বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ করার নামে কর্মসূচি করতে গিয়ে চরম লজ্জাজনক কাজ করেছে। এটাই তৃণমূলীদের আসল চেহারা। এটাই কি তৃণমূলের বাঙালি ‘অস্মিতা’? এটাই কি তৃণমূল ছাত্র পরিষদের তথাকথিত বাঙালি প্রেম?’’ যদিও সেই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় ধামাচাপা দেওয়ার জন্য বলেন, ‘‘যদি কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, ভুলবশত হলেও যদি কেউ এ কাজ করেন, আমরা পদক্ষেপ করব।’’ তবে এবার এই ঘটনায় হুঙ্কার ছাড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তীব্র ধিক্কার শুভেন্দুর!

গত ৭ সেপ্টেম্বর, শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে মালদহের চাঁচল কলেজে বিজেপির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিলকে ঘিরে ক্ষোভ উগরে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “তৃণমূল ছাত্র পরিষদের চাঁচল কলেজ ইউনিট এর সদস্যরা বিশ্ববরেণ্য কবি তথা বাংলা বাঙালি ও সারা ভারতবর্ষের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে !!! তৃণমূল কংগ্রেস এক রাশ লজ্জা ! ছিঃ!” পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের মিথ্যে অভিযোগের কোথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: সাইকেল মিস্ত্রী থেকে ভিলেজ পুলিশ, বালির ব্যবসা! জাহিরুলের বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা পেল ED

বাঙালি অস্মিতা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

এদিন শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপি নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সুরেই বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, “মাননীয়া যখন বাঙালি অস্মিতা’র জিগির তুলে মেকি ভাষা আন্দোলনের নামে বাংলার জনগণকে বোকা বানানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ছবি পোড়াচ্ছে ওনারই দলের ছাত্রছাত্রীরা। এটাই তৃণমূলের আসল চেহারা। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কে এরা সম্মান জানাবে এটা তো আশা-ই করা যায় না। এই ঘৃণ্য কাজের কোনো নিন্দাই যথেষ্ট নয়।” যদিও এখনও পর্যন্ত শুভেন্দুর এই মন্তব্যের কোন প্রতিক্রিয়া দেখায়নি শাসক দল তৃণমূল কংগ্রেস

Leave a Comment