বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভের মুখে, মাত্র একদিনের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন বামপন্থী নেতা কেপি শর্মা ওলি। নেপালের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কমিউনিস্ট নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ ক্রমশ দানা বাঁধছিল পড়শি দেশে। সরকারের নানান দুর্নীতির বিরুদ্ধে যুব সমাজ পথে নামলে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ মোট 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করে দেয় কেপি ওলির প্রশাসন। আর তারপরই বৃহৎ আকার ধারণ করে ছাত্র, জনতার বিক্ষোভ।
নেপালের রাজপথে ছাত্র যুবদের জোরালো আন্দোলনের মাঝে একে একে পদ ছেড়েছেন দেশটির নেতা-মন্ত্রীরা। যদিও পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ওদেশের 20 জন মানুষ। যেই ঘটনায় ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে নয়া দিল্লি। এমতাবস্থায়, উত্তাল নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি ওলির ব্যক্তিগত সম্পত্তি নিয়েও উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। অনেকেই জানতে চাই, প্রধানমন্ত্রীর মেয়াদে নিজের আখের গুছিয়ে কত সম্পত্তির (KP Sharma Oli Net Worth) মালিক হয়েছেন ওলি?
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বর্তমান সম্পত্তি
নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী, নেপালের আইন মেনে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণ প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় নজরদারি কেন্দ্রে জমা দেওয়া বাধ্যতামূলক। সেই মতোই, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর পূর্ববর্তী মেয়াদে ( 2015 থেকে 2018 সাল) নিজের ব্যক্তিগত সম্পদের যে বিবরণ প্রকাশ করেছেন সেই তথ্য অনুযায়ী, কেপি ওলির ব্যক্তিগত সম্পদের পরিমাণ খুবই সীমিত। জানা যায়, বেতন এবং পেনশন থেকে তাঁর ব্যাঙ্কে প্রায় 40-50 লক্ষ নেপালি রুপি জমা ছিল।
এছাড়াও, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং নেপালের জাতীয় নজরদারি কেন্দ্রে জমা দেওয়া সম্পদের বিবরণে ওলি কিছু সোনা-গহনা, একটি সাধারণ ধাঁচের গাড়ির বিবরণ দিয়েছিলেন। এছাড়াও জানা যায়, ওলির স্ত্রীয়ের নামে একটি কৃষিজমি এবং বাড়ি রয়েছে। নেপালের সংবাদমাধ্যম বলছে, ওলি এবং তাঁর স্ত্রী রাধিকা শাক্যের বালকোটে একটি বাড়ি কিনেছিলেন। সেটিও বর্তমানে তাদের ব্যক্তিগত সম্পত্তির হিসেবে ধরা হচ্ছে। পাশাপাশি, পূর্ব নেপালের তেহরাথুম এবং দামক জেলায় ওলি এবং তাঁর স্ত্রীয়ের কিছু কৃষিজমি রয়েছে। তবে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী আগেই সাফ জানিয়েছেন, শেয়ার বাজার এমনকি বিদেশী ব্যাঙ্কে তাঁর কোনও সঞ্চয় নেই।
অবশ্যই পড়ুন: নেপালে গুলিবিদ্ধ ভারতীয় ট্রাকচালক!
প্রসঙ্গত, নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি তাঁর শাসনকালে দেশটির বেশ কয়েকজন ঘনিষ্ঠ শিল্পপতি এবং ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওলির বিরুদ্ধে পরিবারের জন্য নানা নামে একাধিক সম্পত্তি কেনারও অভিযোগ রয়েছে। বেশ কয়েকটি সূত্রের অনুমান যদি সত্যি হয় সেক্ষেত্রে বর্তমানে, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ 3 থেকে 5 মিলিয়ন মার্কিন ডলার।