প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেলেও এখনও এসএসসি (School Service Commission) নিয়ে জট কিছুতেই কাটেনি। অযোগ্য যোগ্য প্রার্থীদের একের পর এক অভিযোগ উঠেই চলেছে। কমিশনের তরফে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করলেও সেই তালিকা নিয়ে এবার বড় প্রশ্ন করলেনবি হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। অযোগ্য প্রার্থীর স্কুল, জেলা ও কোন ক্যাটাগরিতে সে টেন্টেড, তা উল্লেখ করে ফের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিলেন তিনি।
ফের কাঠগড়ায় উঠল অযোগ্যদের তালিকা
এসএসসি অযোগ্য প্রার্থী সংক্রান্ত মামলায় কমিশনের তরফে জানানো হয়েছিল যে, “যারা নিয়োগ পায়নি, তারা টেন্টেড নয় ৷ আরও একটি তালিকা আমরা তৈরি করছি, তাতে যা কিছু যোগ করার সেসব করা হবে।” তখনই বিচারপতি অমৃতা সিনহা, এই অযোগ্য তালিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ওএমআর স্কোর মিসম্যাচ থাকা ৯৫২ জনের তালিকা কি প্রকাশ করা হয়েছে? একাদশ-দ্বাদশ স্তরের ৯০৭ জনের তালিকা থেকে কি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, কে কোন ক্যাটাগরিতে পড়ছেন? আদালতের মতে, বর্তমান তালিকা সেই চিহ্নিতকরণে ব্যর্থ।
নতুন করে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ
গত নভেম্বরে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অযোগ্য প্রার্থীদের যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, সেখানে ১৮০৬ জনের নাম ছিল। তাতে অযোগ্য প্রার্থীদের নামের সঙ্গে বাবার নাম, যে বিষয়ে পরীক্ষা দিয়েছে, প্রার্থীর জন্মের তারিখ, কোন বিষয়ে তিনি শিক্ষকতা করতেন, অভিভাবকের নাম- উল্লেখ করা হয়েছিল। কিন্তু সেই তালিকায় এবার অনেক ফাঁকফোকর রয়েছে বলে অভিযোগ তুলল কলকাতা হাইকোর্ট। কারণ সেই তালিকায় প্রার্থীর স্কুল, জেলা কিংবা কোন ক্যাটাগরিতে তাঁরা দাগী বলে চিহ্নিত, সেই সংক্রান্ত কোনও স্পষ্ট তথ্য নেই। তাই সব কিছুর কথা মাথায় রেখে পুনরায় কমিশনকে প্রয়োজনীয় তথ্য সহ নতুন করে পূর্ণাঙ্গ অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
কলকাতা হাইকোর্টের নতুন নির্দেশ অনুযায়ী ওই ‘দাগি’ প্রার্থী কোন ক্যাটাগরির ‘টেন্টেড’, তা উল্লেখ করে সম্পূর্ণ তথ্য-সহ নয়া তালিকা প্রকাশ করার নিদের্শ দিয়েছে কমিশনকে৷ দাগি প্রার্থী র্যাঙ্কজাম্প, ওএমআর শিট কারচুপি, অতিরিক্ত নিয়োগপ্রাপ্ত, ম্যানিপুলেটেড অথচ নিয়োগ পায়নি- এরকম সব ক্যাটাগরির অযোগ্য প্রার্থীর তালিকায় উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানিয়েছে আদালত৷
Fabetvina, folks! This one’s a new one for me. It seems focused on Vietnamese players… So if you’re in that area, it might be worth digging a little deeper to see what they’re offering. Check it out first: fabetvina