সৌভিক মুখার্জী, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষাকে ঘিরে এবার বিরাট পদক্ষেপ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবশেষে দাগি বা অযোগ্যদের তালিকা (SSC Tainted List) প্রকাশ করল এসএসসি। আদালতের নির্দেশ ছিল, আগামী সাত দিনের মধ্যে নামের তালিকা প্রকাশ করতে হবে। সেই অনুযায়ী শনিবার সন্ধ্যা বেলা কমিশনার ওয়েবসাইটে প্রকাশিত হলো অযোগ্যদের তালিকা
তালিকা প্রকাশ হলেও প্রথমে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। কারণ প্রথমে একটি নামের তালিকা ওয়েবসাইটে আপলোড করেছিল এসএসসি। আবার কিছুক্ষণের মধ্যেই সেটি সরিয়ে ফেলে দেওয়া হয়। এরপর কমিশনের দপ্তরের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জরুরি বৈঠকে বসেন আধিকারিকদের সঙ্গে। বৈঠক শেষ করেই নতুন করে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়।
আদালতের নির্দেশ
উল্লেখ্য, আগামী ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এসএসসি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই কড়া পদক্ষেপ নিচ্ছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, সেই অযোগ্যরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না।
এদিকে গত বৃহস্পতিবার আদালত কমিশনকে নির্দেশ দিয়েছিল যে, সাত দিনের মধ্যে অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। আর কমিশন সেই নির্দেশ শনিবার অর্থাৎ আজই কার্যকর করে ফেলল।
প্রসঙ্গত, আজ রাত ৮টা নাগাদ ১৮০৪ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে দাগিদের নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর, ইত্যাদি তালিকাভিত্তিকভাবে আপলোড করা হয়েছে। উল্লেখিত প্রার্থীরা কোনোভাবেই নিয়োগ পরীক্ষায় বসতে পারবে না বলে জানানো হয়েছে।
কিছুক্ষণ আগেই এসএসসি এই তালিকা প্রকাশ করেছে। আমাদের কাছে যেটুকু রিপোর্ট এসেছে, সেটুকুই জানাচ্ছি। বিস্তারিত আসছে…