রয়্যাল এনফিল্ডের দামেই মিলবে হার্লে ডেভিডসনের বাইক! কবে আসছে বাজারে?

Harley-Davidson Sprint

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা বহুদিন ধরে হার্লে ডেভিডসনের বাইক কেনার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য দারুণ খবর। হ্যাঁ, বাজেটের মধ্যে যারা কল্পনা করতে পারছিলেন না, তাদের জন্য আজকের প্রতিবেদনটি। কারণ বিখ্যাত মার্কিন বাইক প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন এবার তাদের সবথেকে সাশ্রয়ী বাইক Harley-Davidson Sprint বাজারে নিয়ে আসছে, যার দাম রয়্যাল এনফিল্ডের রেঞ্জের মধ্যেই।

কী থাকছে নতুন বাইকে?

নাম শুনেই বোঝা যাচ্ছে, এই বাড়িটি মূলত তরুণ প্রজন্ম আর নতুন বাইকারদের জন্য আনা। ET-এর প্রতিবেদন অনুযায়ী, সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাইকটির দাম রাখা হবে 6000 মার্কিন ডলারের মধ্যে অর্থাৎ, ভারতীয় মুদ্রায় মোটামুটি 5.30 লক্ষ টাকার মধ্যে। ফলত এতদিন যে হার্লে ডেভিডসন মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে ছিল, সেই বাইকের স্বাদ মিলতে চলেছে। আর এই বাইকে মিলতে পারে সম্পূর্ণ নতুন ইঞ্জিন, মডার্ন ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স, আর আধুনিক সব ফিচার্স।

কবে আসছে এই বাইক?

সম্প্রতি হার্লে ডেভিডসনের তরফ থেকে জানানো হয়েছে, এই বাইক তৈরির পরিকল্পনা 2021 সালেই নেওয়া হয়েছিল। যদিও এখনও লঞ্চের সঠিক দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে আশা করা যাচ্ছে যে, 2025 সালের শেষ নাগাদ কিংবা 2016 সালের শুরুতেই এই বাইক বাজারে আত্মপ্রকাশ করবে। তবে তার আগে চলতি বছরের মিলান EICMA মোটরসাইকেল শোতে এই বাইকটিকে প্রথমবারের মতো সবার সামনে আনা হতে পারে।

ভারত সবসময়ই হার্লে ডেভিডসনের জন্য সস্তার বাজার। যদিও 2014 সালের Street 750 মডেলটি এনে তারা সাশ্রয়ী সেগমেন্টে পা রাখতে চেয়েছিল। কিন্তু তা খুব একটা সফল হয়নি। তবে এই নতুন Sprint মডেলের মাধ্যমে আবারো তারা ভারতীয় তরুণ প্রজন্মের মন জয় করার চেষ্টা করছে। 

আরও পড়ুনঃ গঙ্গাস্নান করতেও লাগছে টাকা! নিমাইতীর্থ ঘাটে ভক্তদের কাছ থেকে তোলা? ভাইরাল ভিডিও

উল্লেখ্য, শুধু এই মডেলেই থেমে থাকছে না হার্লে ডেভিডসন। শোনা যাচ্ছে, Sprint ছাড়াও আরো নতুন কিছু মডেল এই সংস্থা বাজারে আনতে চলেছে। যদিও সেই মডেলগুলির নাম এখনো প্রকাশ জানা হয়নি। তবে বোঝাই যাচ্ছে যে, এই মুহূর্তে সাশ্রয়ী বাজার ধরে রাখতে তারা বড় ধরনের পদক্ষেপ নিতে পারে।

Leave a Comment