রাখতে হবে ৩০% সংরক্ষণ! মহিলাদের জন্য বড় রায় সুপ্রিম কোর্টের

Supreme Court on Reservation for Women

সৌভিক মুখার্জী, কলকাতা: মহিলাদের সংরক্ষণ দেওয়ার জন্য বিরাট উদ্যোগ দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতির (Supreme Court on Reservation for Women)। হ্যাঁ, বার কাউন্সিলকে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন, রাজ্যভিত্তিক প্রতিটি বার কাউন্সিলে এবার মহিলাদের অংশীদারিত্ব এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আর তাতে প্রয়োজন পড়লে নীতি কাঠামোতে আনতে হবে পরিবর্তন। সেই সূত্রে ৩০% পদ অন্তত মহিলাদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

আদালতে মহিলা বিচারপতির ঘাটতি

আসলে সদ্য অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই। ফেয়ারওয়েল পার্টিতে তিনি অনুশোচনা করে বলেছিলেন, নিজের কর্মকালে কোনও মহিলা বিচারপতিকে সুপ্রিম কোর্টে তিনি তুলে ধরতে পারেননি। সে কারণেই পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন সূর্য কান্ত। আসলে তাঁর মতে, সুপ্রিম কোর্টে মহিলা বিচারপতির ঘাটতি এখনও পর্যন্ত পূরণ হয়নি। আর সে কারণেই মহিলাদের জন্য দরকার সংরক্ষণ। সেই ভাবনা মাথায় রেখেই দেশের সমস্ত বার কাউন্সিলে মেয়েদের সংরক্ষণের ব্যবস্থা করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী।

এদিন প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট বলেন, শুধুমাত্র নীতি তৈরি করে চুপ থাকলেই হবে না। ডিভিশন বেঞ্চের মতে, ঠিক যেভাবে সংসদে মহিলাদের আসনগুলিকে সংরক্ষণ করা হয়েছে, একই পদ্ধতিতে দেশের বার কাউন্সিলগুলোতেও মহিলাদের জন্য আসন সংরক্ষণ রাখতে হবে। এমনকি মহিলারা যাতে বার কাউন্সিলের উচ্চ পদে নিযুক্ত হতে পারে সেদিকেও নজর রাখতে হবে।

আরও পড়ুন: বিয়ের মাসে পুনরায় দাম বাড়ল সোনা, রুপোর! আজকের রেট

কী কারণে এই নির্দেশ?

আসলে সম্প্রতি শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দুই মহিলা আইনজীবী। তাঁরা জানিয়েছিলেন, আইন এবং বিচার ব্যবস্থার মতো পেশায় বরাবরই পিছিয়ে রয়েছেন মহিলারা। নিজেদের উত্থান এবং উন্নয়ন ঘটলেও বার কাউন্সিলের মতো স্থানে তাঁদের কোনও জায়গা নেই। যোগ্য হয়েও তাঁরা বঞ্চিত হয়ে আসছেন দিনের পর দিন। বর্তমানে দেশের ১৮টি রাজ্যের বার কাউন্সিলে মোট ৪৪১ জন নির্বাচিত প্রতিনিধি। তবে অবাক করার বিষয়, তার মধ্যে মাত্র ৯ জন মহিলা, অর্থাৎ মোটের উপর ২০ শতাংশ বলা চলে। আর এই পরিসংখ্যানই প্রধান বিচারপতির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই সংরক্ষণের নির্দেশ দিয়েছেন তাঁরা।

Leave a Comment