প্রীতি পোদ্দার, কলকাতা: ভরা শ্রাবণে এখনই থামবে না বৃষ্টি! দফায় দফায় আরও কয়েকদিন দুর্যোগ চলবে রাজ্যজুড়ে। এইমুহুর্তে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে জেলা, সর্বত্র কোথাও ভারী কোথাও মাঝারি কোথাও অতি ভারী বৃষ্টি হয়েই চলেছে। যার জেরে রীতিমত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনই থামছে না সেই দুর্যোগ। আগামী এক সপ্তাহ লাগাতার এই বৃষ্টি চলবে বলে স্পষ্ট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এইমুহুর্তে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত। যার মধ্যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা এলাকায়। এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। সঙ্গে পাল্লা দিয়ে বিক্ষিপ্ত ভারী হয়ে চলেছে দক্ষিণবঙ্গে। শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। আগামী মঙ্গলবার পর্যন্তও চলবে এই বৃষ্টিমুখর পরিস্থিতি। বাড়বে সামান্য তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ED-র র্যাডারে মন্ত্রী চন্দ্রনাথ! দেড় কোটির হিসেব না মেলায় চার্জশিট
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ শনিবার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, তাই বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়িতেও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। যার দরুন তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।