রাজকোটে সেঞ্চুরি হাঁকিয়ে আজহারউদ্দিনের রেকর্ড ভাঙলেন কে এল রাহুল

KL Rahul Breaks Mohammad Azharuddin record by hitting 8th century in Rajkot

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওপেনার, মিডিল অর্ডার ব্যাটার, উইকেট কিপার, অধিনায়ক, সহজ অধিনায়ক বা সংকটমোচনকারী, সব ক্ষেত্রেই প্রাসঙ্গিক কে এল রাহুল (KL Rahul)। ভারতীয় দলের এই তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান কী পারেন আর কী পারেন না তা এতদিনে বুঝে গিয়েছেন তাঁর ভক্তরা। বুধবার, ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেকে নতুন করে মেলে ধরলেন রাহুল। ভারতীয় দলের কঠিন সময়ে একেবারে ত্রাতার ভূমিকায় দেখা গেল তাঁকে। ব্যাট হাতে করলেন সেঞ্চুরিও। আর সেই সূত্র ধরেই নতুন বছরে নতুন ইতিহাস লিখলেন ভারতীয় তারকা।

মহম্মদ আজহারউদ্দিনকেও ছাড়িয়ে গেলেন রাহুল

বুধবার, ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের একেবারে ঘাম ছুটিয়ে দেন কে এল রাহুল। এদিন রাহুলের ব্যাট থেকে বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখে আত্মবিশ্বাস কার্যত মাটিতে লুটোপুটি খাচ্ছিল কিউই বোলারদের। আর সেটাকেই যেন শক্তি বানিয়ে নিয়েছিলেন কে এল। এদিন রাহুলের ব্যাট থেকে, 92 বলে 112 রানের অপরাজিত ইনিংস খেলেন রাহুল।

বুধবার, 11টি চার এবং একটি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়ে নিয়েছিলেন কে এল। বলাই বাহুল্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করতেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি পূরণ করে ফেলেন রাহুল। সবচেয়ে বড় কথা, 93তম ওয়ানডেতে এই কাজ করেছেন কে এল। এদিকে ভারতীয় দলের প্রাক্তন সদস্য আজহারউদ্দিন 334টি ওয়ানডেতে অংশ নিয়ে নিজের একদিনের ক্রিকেট কেরিয়ারে 7টি সেঞ্চুরি করেছিলেন। সে ক্ষেত্রে বলা যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গুঁড়িয়ে দিলেন রাহুল। এখানেই শেষ নয়, রাজকোটের মাটিতে দাঁড়িয়ে একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে রাহুলের 112 রানের অপরাজিত ইনিংসই সবচেয়ে বড় ব্যক্তিগত স্কোর।

অবশ্যই পড়ুন: ধোপে টিকল না তৃণমূলের অভিযোগ, I PAC কাণ্ডে ED-র দাবিতেই মান্যতা হাইকোর্টের

উল্লেখ্য, বুধবার রাজকোটে টস হেরে যায় ভারত। ফলে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত জানায় নিউজিল্যান্ড। সেই মতোই বাধ্য হয়ে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিলেন রোহিত শর্মা, শুভমন গিলরা। পরবর্তীতে ক্রমাগত উইকেট পড়তে থাকলে দলের হাল নিজের কাঁধে তুলে নেন কে এল রাহুল। সেই সূত্র ধরেই প্রতিপক্ষকে নির্ধারিত 50 ওভারে 285 রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত।

Leave a Comment