রাজেন্দ্র চোলের গৌরবগাথাকে স্মরণ! ১,০০০ টাকার নতুন কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

PM unveils Rs 1000 coin to mark 1000th anniversary of Rajendra Chola’s naval expedition

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাজারে আসছে 1,000 টাকার নতুন কয়েন? গত 27 জুলাই, রবিবার গঙ্গাইকোন্ডা চোলাপুরমে রাজা রাজেন্দ্র চোল প্রথম-এর নৌ অভিযানের 1000 বছর উপলক্ষ্যে 1,000 টাকার কয়েন উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাতেই জল্পনা বেড়েছে তাহলে কি বাজারে আসতে চলেছে 1,000 টাকার নতুন কয়েন!

হঠাৎ কেন নতুন মুদ্রা উন্মোচন প্রধানমন্ত্রীর?

দ্য হিন্দুর রিপোর্ট অনুযায়ী, গত জুলাইয়ে গঙ্গাইকোন্ডা চোলাপুরম ডেভেলপমেন্ট কাউন্সিল ট্রাস্টের চেয়ারম্যান আর. কোমাগান 1,000 টাকার একটি নতুন মুদ্রা প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। সেই মর্মেই, 1,000 টাকার একটি মুদ্রার নকশা তৈরি করে সেটি কেন্দ্রে পাঠিয়েছিলেন তিনি। পরবর্তীতে কোমাগানের আবেদনে সবুজ সংকেত দিয়ে সেই প্রস্তাব গ্রহণ করে কেন্দ্রীয় সরকার। এবং সবশেষে প্রকাশিত হয় 1,000 টাকার নতুন মুদ্রা।

মুদ্রাটির নকশা

জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যে নতুন 1,000 টাকার মুদ্রাটি প্রকাশ্যে এসেছে, তাতে ছাপা রয়েছে এক সম্রাটের চিত্র। হ্যাঁ, 1,000 টাকার কয়েনটির এক পিঠে রয়েছে অশোক স্তম্ভ। সেই সঙ্গে ইংরেজি এবং হিন্দিতে মুদ্রিত হয়েছে ইন্ডিয়া ও ভারত। একই সাথে সংখ্যায় লেখা হয়েছে এক হাজার। ঠিক একইভাবে, মুদ্রাটির উল্টো পিঠে রয়েছে রাজা, রাজেন্দ্র চোলের চিত্র। সেখানে তিনি একটি ঘোড়ার পিঠে চেপে বসে রয়েছেন। এবং তার পটভূমিতে রয়েছে একটি জাহাজ।

অবশ্যই পড়ুন: দীর্ঘ রোগভোগ নিয়ে চলে গেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন! শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

উল্লেখ্য, মহারাজা রাজেন্দ্র চোলের নৌ অর্থাৎ সামরিক অভিযানের 1000 বছর পূর্ণ হওয়ায় সম্রাট রাজেন্দ্রর প্রতি শ্রদ্ধা জানাতেই এই নয়া মুদ্রা উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। তবে এই কয়েন ভারতের বাজারে আসবে কিনা সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।

Leave a Comment