রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে DVC! দক্ষিণবঙ্গে ফের বন্যাতঙ্ক, তিন জেলায় সতর্কতা

প্রীতি পোদ্দার, কলকাতা: নিম্নচাপ কেটে গেলেও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গ-সহ ঝাড়খণ্ডেও লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। যার জেরে দামোদরে ক্রমশ জল বাড়ছে। বৃহস্পতিবার দুপুরের পর বৃষ্টি বন্ধ হলেও শুক্রবার সকাল থেকে আবারও দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। যার জেরে পাঞ্চেত, মাইথন থেকে জল ছাড়ার পরিমাণও বেশ বেড়েছে। আর তাতেই এবার বেজায় ক্ষুব্ধ রাজ্য সরকার।

DVC-কে ইমেল রাজ্যের

সূত্রের খবর, গত শুক্রবার, ৫৫ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে রাজ্য সরকার। আগে থেকে কোনো রকম বার্তা না দিয়ে এইভাবে জল ছাড়ার পরিমাণ বাড়তে থাকায় দক্ষিণবঙ্গে বন্যার আতঙ্ক তৈরি হয়েছে। সেচ দফতরের তরফে DVC- কে পাঠানো এক কড়া ই-মেলে জানানো হয়েছে যে, রাজ্যকে না জানিয়েই জল ছেড়ে দেওয়ায় হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে!

এছাড়াও DVC-কে করা ইমেলে সেচ দফতর দাবি করেছে যে, কেন্দ্রীয় জলপথ কমিশনের রিপোর্ট অনুযায়ী পাঞ্চেত জলাধারে জলস্তর তখনও ৪১১ ফুটের আশেপাশে ছিল। তবুও কেন এই জল ছাড়া হল, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী কয়েক দিন কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। তার উপর ডিভিসির জল ছাড়ার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দামোদরের নিম্ন অববাহিকায় অবস্থিত বিভিন্ন জেলায়।

ফিরবে বন্যার স্মৃতি

সেক্ষেত্রে হুগলি থেকে শুরু করে পূর্ব বর্ধমানের কিছু ব্লক, হাওড়ার কিছু অংশ জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার ফলে হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান-সহ একাধিক জেলার নিচু এলাকায় প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে।

সবমিলিয়ে, আবহাওয়া ও জলছাড় এই দুইয়ের মিলিত চাপে ফের দক্ষিণবঙ্গে ফিরে আসতে চলেছে ২০১৭ ও ২০২১ সালের বন্যার স্মৃতি, যেখানে একাধিক জেলার বহু নিচু এলাকা কার্যত জলের তলায় চলে গিয়েছিল।

আরও পড়ুন: ছ’দিন ধরে দিল্লিতে নিখোঁজ, যমুনা নদীতে মিলল ত্রিপুরার ছাত্রীর দেহ

যদিও রাজ্য সরকারের অভিযোগ, এর আগে একাধিকবার রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছে DVC। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, এটি ‘ম্যান-মেড’ বা মানুষসৃষ্ট বন্যা। এরপরেও যদি DVC না জানিয়ে জল ছাড়ে তাহলে সেক্ষেত্রে খুবই দুর্বিষহ অবস্থা হবে রাজ্যের। ইতিমধ্যেই প্রশাসনের তরফেও দক্ষিণবঙ্গের নিচু এলাকাগুলিতে জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

Leave a Comment