রাজ্যপালকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার এক বৃদ্ধ

Governor CV Ananda Bose

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বৃহস্পতিবার থেকে কলকাতায় আই-প্যাকের দফতরে ED অভিযান ঘিরে রাজনৈতিক মহলে এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই আবহে বৃহস্পতিবার রাতে রাজ্যপাল বোসকে (Governor CV Ananda Bose) হত্যার হুমকি দেওয়া হয়েছে। যা পরিস্থিতি আর জটিল করে দেয়, মুহূর্তের মধ্যে নিরাপত্তা জোরদার করা হল লোকভবনে। এই ঘটনার তদন্তে নেমে এক জনকে আটক করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, আটক হওয়া ওই ব্যক্তির বয়স ৬৮, নাম সুব্রত দত্ত। তবে সেই ইমেল করেছিলেন কি না, সে নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

আটক এক বৃদ্ধ

রিপোর্ট মোতাবেক, বৃহস্পতিবার রাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে যে হুমকি বার্তাটি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়, রাজ্যপাল বোসকে ‘উড়িয়ে’ দেওয়া হবে। এরপরই বার্তার বিষয়বস্তু ও গুরুত্ব বিবেচনা করে সঙ্গে সঙ্গেই রাজ্যপালের নিরাপত্তা নতুন করে ঢেলে সাজার প্রক্রিয়া শুরু হয়। লোকভবনের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। বার্তাটি খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্ত‌। কে এই ইমেল পাঠালেন, নেপথ্যে কী উদ্দেশ্য— সব কিছুই খতিয়ে দেখে পুলিশ। আর সেই সূত্র ধরেই হেয়ার স্ট্রিট থানার পুলিশ শুক্রবার সুব্রত নামের ওই বৃদ্ধকে আটক করে। চলছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুনঃ শিয়ালদা বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের ঘোষণা রেলের, জানুন রুট ও সময়সূচি

কী বলছেন রাজ্যপাল?

হুমকির বিষয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছিলেন, “সকলে নিজের দায়িত্ব কর্তব্য পালন করছে৷ নিরাপত্তারক্ষীরাও নিজেদের দায়িত্ব যেমন পালন করে তেমনই আমি আমার দায়িত্ব পালন করি৷ রাজ্যপালের প্রথম কাজ মানুষের জন্য৷ দ্বিতীয় কাজও মানুষের জন্য, তৃতীয়ও তাই৷ আমি জনগণকে বিশ্বাস করি৷ তারাও আমাকে বিশ্বাস করে৷ আমি বাংলাকে ভালোবাসি৷ বাংলা ভাষাকে ভালোবাসি৷ বাংলার জন্য কাজ করি৷ আমি হুমকি মেলকে পাত্তা দিই না৷ জনগণ আমাকে ভালোবাসে তাই কোনও হুমকি কাজ করে না আমার ক্ষেত্রে৷”

আরও পড়ুন: মমতাকে মানহানির নোটিশ শুভেন্দুর, দিলেন ৭২ ঘণ্টা সময়

প্রসঙ্গত লোকভবনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক বলেন, এই ঘটনা প্রথমবার নয়, এর আগেও এমন হুমকি মেইল এসেছিল রাজ্যপালের কাছে। যদিও রাজ্যপাল বোস ‘জেড প্লাস’ ক‍্যাটেগরির নিরাপত্তা পান। তা সত্ত্বেও এই হুমকিবার্তা আসায় তাঁর নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এখন থেকে বাড়তি ৬০ থেকে ৭০ জন যোগ করা হল তাঁর নিরাপত্তায়।

Leave a Comment