রাজ্যে চুপিসারে বাতিল ৬.৩৪ লক্ষ রেশন কার্ড! কাদের নাম গেল বাদ? জানাল সরকার

Ration card

সহেলি মিত্র, কলকাতা: আবারো রেশন কার্ড (Ration Card) সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এল। বুধবার লোকসভায় বড় তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার জানিয়েছে, ২০২০ থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে মোট ৬.৩৪ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। তাহলে কি সেখানে দুর্নীতিই কাল হল? চলুন জেনে নেওয়া যাক।

গুজরাটে বাতিল প্রায় ৬. ৩৪ লক্ষ রেশন কার্ড

২০২০ সালে চুপিসারে সরকার ৪৭,৯৩৬টি  রেশন কার্ড বাতিল করে। এরপর ক্রমাগত সেই বাতিলের সংখ্যা বাড়তে থাকে বলে খবর। ২০২১ সালে তা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়, যখন অপসারণের সংখ্যা বেড়ে ২,১৯,১৫১-এ পৌঁছে যায়। এরপর ২০২২ সালে ১,৩২,৫১৯টি, ২০২৩ সালে ১,৩৫,৩৬২টি এবং ২০২৪ সালে আরও ৩০,৮৮৯টি কার্ড বাতিল করে দেয় সরকার। এরপর চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের অক্টোবরের মধ্যে, অতিরিক্ত ৬৯,১০২টি কার্ড ইতিমধ্যেই বাতিল করেছে সরকার বলে খবর।

আরও পড়ুনঃ বিশ্বের সবথেকে দীর্ঘতম হাইড্রোজেন ট্রেন ছুটবে ভারতে, কটা কোচ? জানালেন রেলমন্ত্রী

মোট, গুজরাট ছয় বছরে তাদের তালিকা থেকে ৬.৩৪ লক্ষ রেশন কার্ড বাদ দিয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে রাজ্যে রেশন দুর্নীতি বেশ ভালোরকম মাথাচারা দিয়ে উঠেছিল। প্রশ্ন উঠছে সরকার আচমকা কেন এত এত পরিমাণে কার্ড বাতিল করেছে?

কেন এত নাম বাদ দিল সরকার?

সূত্রের খবর, তালিকায় নাকি অনেকের নাম একাধিক বার ছিল। আরও দাবি, অনেকের আবার আধার কার্ডের তথ্য ভুলও ছিল। তাই সমস্ত নাম বাদ গিয়েছে। সরকারের দাবি, কোনও বৈধ উপভোক্তার নাম বাদ যায়নি। খবর মিলিছে, যে সব নাম বাদ গিয়েছে, তাঁদের কেউই প্রশাসনের দ্বারস্থ হননি। মৃত এবং বিদেশে বসবাসকারী উপভোক্তাদের নামও বাদ দেওয়া হয়েছে।

Leave a Comment