রাজ্য-রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম

Jafikul Islam

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের রাজ্যের রাজনীতিতে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হয়েছেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম (Jafikul Islam)। দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এই বিধায়ক। এমনকি সাধারণ মানুষের কাছে সহজ-সরল, সাদাসিদা হিসেবে পরিচিত ছিলেন তিনি।

রাজনৈতিক জীবন এবং উত্থান

জানিয়ে রাখি, জাফিকুল ইসলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন বিশ্বস্ত নেতা ছিলেন। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাধ্যমেই তিনি ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার সাধারণ মানুষের পাশে সর্বত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে অন্য খেলা! মমতা নয়, শুভেন্দুর বিরুদ্ধে একে প্রার্থী করতে পারে তৃণমূল, জোর চর্চা

জাফিকুল ইসলামের রাজনীতিতে উত্থানও খুব বেশিদিন নয়। মূলত তাঁর প্রতিষ্ঠিত কলেজের মাঠে রাজনৈতিক বিভিন্ন সভাকে কেন্দ্র করেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। দলের ছেলেদের হাত ধরেই তিনি রাজনীতিতে পা রাখেন এবং গত পৌর ভোটে ডোমকলের ১৪ নম্বর ওয়ার্ড থেকেই জয়ী হয়ে কাউন্সিলর হয়েছিলেন। আর এরপরেই তাঁর সঙ্গে জেলা তৎকালীন তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর গভীর সম্পর্ক হয়।

প্রয়াত জাফিকুল ইসলাম

স্থানীয় সূত্র মতে, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তবে শেষ রক্ষা হল না। আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন এই তৃণমূল বিধায়ক। তাঁর মৃত্যুতে তৃণমূল কংগ্রেসসহ গোটা রাজ্যের রাজনীতিতে নেমে এসেছে শোকের ছায়া। দলের সহকর্মীরা তার প্রয়াণে গভীরভাবে শোকস্তব্ধ। এমনকি বিরোধী দলগুলিও শোক প্রকাশ করেছ।

Leave a Comment