প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েক বছর ধরে জাতীয় সড়কে গবাদি পশুর আসা-যাওয়া রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়ে চলেছে প্রশাসন, কিন্তু কোনও কিছুতেই এই জটিল সমস্যা মিটছে না। যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আর এবার এই মহা সমস্যা গোড়া থেকে নির্মূল করতে মালিকদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। ইতিমধ্যেই প্রচারিত হল সেই বার্তা।
অবাধে গবাদি পশুচারণ নিয়ে বড় পদক্ষেপ
প্রায়শই দেখা যায় খাটালের গরু, মোষ সার্ভিস রোড ছাড়িয়ে মাঝেমাঝেই জাতীয় সড়কে উঠে পড়ে। যার দরুন দ্রুত গতির যানবাহন নিয়ন্ত্রণ রাখতে না পেরে একের পর এক দুর্ঘটনায় মুখে পড়ে। এর আগে ২০১৮ সালের ২৬ জুলাই রাতে উড়ালপুলে গরুর সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উপর থেকে বিপজ্জনক ভাবে ঝুলতে থাকে। শেষে পুলিশ এসে ক্রেন এনে কোনও রকমে গাড়িটিকে সরায় কিন্তু দুর্ঘটনায় গরুটি মারা যায়। তার পরেও সমস্যা মিটছে না বলে অভিযোগ। পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর অবাধে গবাদি পশু ঘুরে বেড়াচ্ছে। ফলে প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে। তাই এবার কড়া পদক্ষেপ নিল পুলিশ।
নেওয়া হবে মোটা টাকা জরিমানা
বর্তমান পত্রিকার রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ শনিবার, পুরুলিয়া জেলার অন্তর্গত পাড়া থানার পুলিসের তরফে গবাদি পশুর মালিকদের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হয়। বলা হয় রাজ্য সড়কের উপর যদি গবাদি পশু ঘুরে বেড়ায় তাহলে আগে পুলিশের তরফ থেকে মালিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। প্রথমে মালিককে ডেকে সতর্ক করা হবে। কিন্তু এরপরেও যদি পরবর্তী সময়ে সতর্ক না হয় তাহলে মোটা টাকা জরিমানা নেওয়া হবে। তবে শুধু পাড়া থানা নয়, এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে রঘুনাথপুর পুরসভাও পথে নামছে।
আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটি সাড়াতে হামাগুড়ি দিয়ে ট্রেনের তলায় সহকারী চালক! ভাইরাল ভিডিও
আইনি পদক্ষেপ পুরসভার চেয়ারম্যানের
এই প্রসঙ্গে রঘুনাথপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিমান গোস্বামী জানিয়েছেন যে, “মালিকদের গবাদি পশু রাস্তায় না ছাড়ার জন্য সচেতন করা হচ্ছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন আহত পশুদের চিকিৎসার ব্যবস্থা করেছি। তাই সবার সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে।” এমনকি রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানিয়েছেন যে শহরের রাস্তার উপর গবাদি পশু না ছাড়ার জন্য আইনিভাবে পদক্ষেপ গ্রহণের জন্য থানায় বিষয়টি জানানো হয়েছে।