সহেলি মিত্র, কলকাতা: রেশন বন্টন (Rationing) নিয়ে ফের কড়া মনোভাব দেখাল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকারের কোনওরকম আর্জি মানল না কেন্দ্র সরকার। এর ফলে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে রেশনে বরাদ্দ চাল, গম কম পাবেন বাংলার মানুষ। শুধু বাংলাই নয়, অন্যান্য রাজ্যের জন্যেও বরাদ্দ কমবে। এর ফলে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন বছর থেকেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের রেশন গ্রাহকদের বরাদ্দে কিছু পরিবর্তন করা হচ্ছে।
রেশন নিয়ে রাজ্য সরকারের আর্জি মানল না কেন্দ্র
সম্প্রতি রাজ্যের খাদ্য দফতরের তরফে আগের মতোই বরাদ্দ অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তা করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক। এখন জাতীয় প্রকল্পের এসপিএইচ এবং এসপিপিএইচ শ্রেণির রেশন গ্রাহকদের মাসে ৫ কেজি করে খাদ্যশস্য বরাদ্দ করা হয়। এর মধ্যে এখন ২ কেজি গম এবং ৩ কেজি চাল দেওয়া হয়। অন্ত্যোদয় গ্রাহকরা পরিবার পিছু মাসে ৩৫ কেজি করে খাদ্যশস্য পায়। তার মধ্যে চাল থাকে ২০ কেজি, গম ১৫ কেজি।
কে, কত পরিমাণ রেশন পাবেন?
আগামী ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক চালের পরিমাণ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করছে। ৫ কেজির মধ্যে ৩ কেজি গম ও ২ কেজি চাল থাকবে। অন্ত্যোদয় শ্রেণির গ্রাহকরা পরিবার পিছু মাসে ২০ কেজি গম ও ১৫ কেজি করে চাল পাবে। জানুয়ারি থেকে গ্রাহকের সংখ্যা অনুযায়ী এই ভিত্তিতেই রাজ্যকে খাদ্যশস্য বরাদ্দ করবে কেন্দ্র। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, দিল্লি মহারাষ্ট্র ও তামিলনাড়ুর ক্ষেত্রে এটা করতে চাইছে। আর এরকম যদি হয় তাহলে অনেক মানুষের সমস্যা হতে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুনঃ জগন্নাথ দেব ভাবা এই শিশুটির আসল রহস্য জানেন? শুনলে জল আসবে চোখে
কী বলছে পশ্চিমবঙ্গ সরকার?
খাদ্যমন্ত্রকের তরফে রাজ্যের খাদ্যদপ্তরকে জানানো হয়েছে, গ্রাহককে কী পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে, সেটা রাজ্যই ঠিক করে। তবে কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ করে, তার থেকে কম দেওয়া যাবে না। অর্থাৎ রাজ্য সরকার চাইলে এখনও মাথাপিছু ৩ কেজি করে চাল দিতেই পারে। কিন্তু তার জন্য গমের পরিমাণ কমানো যাবে না। ৩ কেজি করেই গম দিতে হবে।