রাতারাতি নজর কাড়ছে সকলের! নীল শাড়ি পরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কে এই মহিলা?

Girija Oak Godbole

সৌভিক মুখার্জী, কলকাতা: ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই নীল শাড়ি পরা এক মহিলার ছবি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ইনস্টাগ্রাম আর টুইটার ট্রেন্ড করছে এখন এই ছবি। গত ক’দিন ধরেই সমাজমাধ্যমে ভাইরাল আকাশী নীল রঙের একটা কটন মিক্সড পরা শাড়ি, চওড়া রুপালী পাড়ের সঙ্গে কাট স্লিভ সাদা ব্লাউজ পরা সেই রূপবতীর মুখের হাসিতেই চোখ আটকে পড়ছে। তবে কে এই মহিলা? চেনা মুখ অচেনা লাগছে?

আসলে ইনি অনেকের কাছেই পরিচিত। মুখটা হয়তো অনেকে ভুলে গিয়েছে। তবে ইনি একজন জনপ্রিয় অভিনেত্রী, যার নাম গিরিজা ওক গডবোলে (Girija Oak Godbole)। আমির খানের ‘তারে জমিন পর’ এবং ‘শোর ইন দ্য সিটি’ ছবিতে তাঁর অভিনয় রাতারাতি নেটিজেনদের নজর কেড়েছিল।

সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন গিরিজা

সম্প্রতি তিনি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখান থেকেই তাঁর ছবি ছড়িয়ে পড়ে। আসলে সম্প্রতি গুলশান দেবাইয়ার সঙ্গে একটি ওটিটি সিরিজে অভিনয় করেছিলেন গিরিজা। আর সেই ছবি নিয়ে বেশ কিছু অপ্রীতিকর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে। সাক্ষাৎকার তিনি বলেছেন, ‘থেরাপি শেরাপি’ সিরিজে গুলশান দেবাইয়ার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করতে হয়েছিল। তবে সেই অভিজ্ঞতা তাঁর কাছে মোটেও অস্বস্তিকর ছিল না। তিনি বলেছেন, কতটা যত্নবান অভিনেতা গুলশান, সেটা আমি জানি। তিনি নিজের ভ্যানিটি ভ্যান থেকে তিন-চার রকমের বালিশ এনে দিয়েছিলেন। একটা ছোট, একটা বড়, নরম, শক্ত সব কিছুই। যেটা আমার আরাম মনে হয়, সেটাকেই বেছে নিতে বলেছিলেন।

এমনকি তিনি বলেলেন, শুটিং চলাকালীন একটা সময় বালিশটাও বিরক্তিকর হয়ে উঠছিল। আমি নিজেই বলেছিলাম যে এটা সরিয়ে দেওয়া যায় কিনা। গুলশান সঙ্গে সঙ্গেই সেটা রাজি হয়ে গিয়েছিল। তাঁর আচরণে আমি বুঝেছি, তিনি সহ অভিনেত্রীকে ঠিক কতটা সম্মান দেন। পাশাপাশি পুরো শুটিং এর সময় অন্তত ১৬ থেকে ১৭ বার উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, তুমি ঠিক আছ তো? এই সম্মান সত্যিই একজন অভিনেতার কাছে প্রাপ্য।

আরও পড়ুনঃ ফ্রি LPG সংযোগ দেওয়ার ঘোষণা সরকারের, কারা পাবেন?

সংবাদমাধ্যমে গিরিজা আরও বলেন যে, এই ধরনের দৃশ্য অনেক অভিনেত্রীর কাছে কঠিন মনে হতে পারে। তবে নির্ভয়ে আমি গুলশানের সঙ্গে করেছি। এমনকি সম্পূর্ণ নিরাপদ বোধ করেছি। পালক ভাম্বরির পরিচালনায় ওয়েব সিরিজ ‘থেরাপি শেরাপি’ মানসিক জটিলতা আর মানবিক সম্পর্ক দিয়েই তৈরি। এই সিরিজে গিরিজা ওক গডবোলে এবং গুলশান দেবাইয়া বিবাহিত দম্পতির ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে তাদের অন্তরঙ্গ কিছু মুহূর্ত ও সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে।

Leave a Comment