প্রীতি পোদ্দার, কলকাতা: মর্মান্তিক পরিণতি! রাতের অন্ধকারে বাসন্তী হাইওয়ের উপর ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা। জানা গিয়েছে ডিউটি শেষে বাইকে করে কোয়ার্টারে ফেরার পথে ট্রাকের ধাক্কায় কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত এক কর্তার সড়ক দুর্ঘটনায় (Road Accident In Bhangar) মৃত্যু হল। আশেপাশের স্থানীয়দের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। শুরু হয়েছে তদন্ত।
ঠিক কী ঘটেছিল?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, বছর ৪৫-এর কলকাতা পুলিশের ASI শাহবুদ্দিন বিশ্বাস রাতের বেলা বাইক চালিয়ে ডিউটি শেষে কোয়ার্টারে ফিরছিলেন। থাকতেন কলকাতার বডিগার্ড লাইনের পুলিশ কোয়ার্টারে। সেই সময় ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে বৈরামপুরের কাছে একটি ট্রাক পিছন দিক থেকে তাঁর বাইকে আচমকা ধাক্কা মারে। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে শাহাবুদ্দিনের বাইক ধাক্কা মারে। ছিটকে পড়েন রাস্তায়। তখনই ট্রাকের চাকা একেবারে ওই পুলিশ কর্তার কোমরের উপর দিয়ে চলে যায়। পলাতক ট্রাক চালক।
আটক করা হয়েছে ট্রাক
জানা গিয়েছে রাতের অন্ধকারে এই ভয়াবহ দুর্ঘটনার পর পরই আশেপাশের স্থানীয়রা দ্রুত ASI শাহবুদ্দিন বিশ্বাসকে উদ্ধার করে স্থানীয় নলমুড়ি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আর শেষ রক্ষা হয়নি। চিকিৎসকের দাবি ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি সৈকত ঘোষ-সহ ভাঙড় ডিভিশনের পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। ঘটনার পর ট্রাকটি আটক করা হয় এবং চালকের সন্ধানে জোরকদমে তল্লাশি চালানো শুরু হয়েছে। ট্রাকের নম্বর দেখেও পুরো বিষয়টির গভীরে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। চেকিং করা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
আরও পড়ুন: ২০২৬ সালে স্কুল ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের, দেখুন লিস্ট
কলকাতা পুলিশের ASI শাহবুদ্দিন বিশ্বাসের ভয়ংকর এবং মর্মান্তিক দুর্ঘটনার পর বাসন্তী হাইওয়ের উপর সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পরিবহন ব্যবস্থা সঠিক রাখতে দ্রুত দেহ উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ইতিমধ্যেই মৃতের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। খবর গিয়েছে মৃতের পরিবারের সদস্যের কাছে। গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া। তদন্তকারীদের আশ্বাস খুব শীঘ্রই ট্রাকের চালক ধরা পড়বেই।