রাত্রিবাস হাউসবোটে, ১১ হাজার টাকায় কাশ্মীর ভ্রমণের সেরা সুযোগ দিচ্ছে IRCTC

IRCTC KASHMIR HOLIDAY TOUR PACKAGE

সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর সময়ে কী আপনিও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে ঘুরে আসতে পারেন কাশ্মীর। তাও কিনা একদম বাজেটের মধ্যে! শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আসলে ফের একবার এক দারুণ ট্যুর প্যাকেজ আনল IRCTC, যার মাধ্যমে আপনি একদম বাজেটের মধ্যে কাশ্মীরের কিছু সুন্দর জায়গায় ভ্রমণ করার সুবিধা পাবেন। বিশেষ আকর্ষণ থাকবে হাউসবোটে রাত্রিবাস।

সাধ্যের মধ্যে IRCTC-র সঙ্গে ঘুরে আসুন কাশ্মীর

অনেকেই আছেন যারা আকাশছোঁয়া খরচের কথা ভেবে শেষ মুহূর্তে কাশ্মীর ভ্রমণের প্ল্যান বাতিল করেন। তবে এবার আর তা নয়। জানা গিয়েছে, আইআরসিটিসি যে প্যাকেজটি এনেছে সেটি দিল্লি থেকে শুরু হবে। এই প্যাকেজের আওতায় আপনি শ্রীনগর/সোনমার্গ/পহেলগাঁও/গুলমার্গ -এর মতো প্যারাডাইসের ভ্রমণের সুযোগ পাবেন।

প্যাকেজ ফি ও অন্যান্য

প্যাকেজটি ৫ রাত ৬ দিনের জন্য। এই যাত্রা দিল্লি থেকে বাসে শুরু হবে। প্যাকেজটির নাম “কাশ্মীর হলিডে ট্যুর প্যাকেজ” (IRCTC KASHMIR HOLIDAY TOUR PACKAGE)। প্যাকেজের নাম অনুসন্ধান করে আপনি সম্পূর্ণ বিবরণ পড়তে পারেন আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। সবথেকে বড় কথা, এই ট্যুরটি প্রতিদিন করানো হচ্ছে সংস্থার তরফে আপাতত। যাইহোক, এবার আসা যাক খরচের ব্যাপারে। কেউ যদি একা ভ্রমণ করতে চায় তাহলে তাঁকে গুনতে হবে ২০,৬৫১ টাকা। কিন্তু দল বেধে ভ্রমণ করলে এই প্যাকেজটি অনেকটাই সস্তার মধ্যে হয়ে যাবে। ধরুন ২ জন ভ্রমণ করলে জনপ্রতি প্যাকেজ ফি ১২,৫১৩ টাকা। ৩ জন ভ্রমণ করলে জনপ্রতি প্যাকেজ ফি হিসেবে গুনতে হবে ১১,৩৬৯ টাকা। শিশুদের জন্য এই প্যাকেজ ফি আবার মাত্র ৬৯৫৯ টাকা। অর্থাৎ আপনি সর্বনিম্ন ১১,০০০ টাকার মধ্যে কাশ্মীরের কিছু সুন্দর জায়গায় ঘুরে দেখার সুযোগ পাবেন।

প্যাকেজে আর কী কী থাকবে?

এই প্যাকেজে পর্যটকরা শ্রীনগরের হোটেলে রাত কাটানোর সুযোগ পাবেন। এছাড়া হাউসবোটে এক রাত থাকার সুযোগ পাবেন। এসি যানবাহনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরিয়ে আনা হবে। প্যাকেজে সকালের খাবার পাবেন, দুপুরের খাবার এবং রাতের খাবারের জন্য আলাদা চার্জ প্রযোজ্য। শিকারার আনন্দও উপভোগ করতে পারবেন আপনি। আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুকিংয়ের প্রক্রিয়াটি সহজ হবে।

Leave a Comment