প্রীতি পোদ্দার, মুর্শিদাবাদ: সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদের কান্দিতে (Cylinder Blast In Murshidabad)! ভরদুপুরে দাউদাউ করে জ্বলে উঠল গোটা বাড়ি। আগুনের লেলিহান শিখায় আহত শিশু-সহ পরিবারের ৬ জন। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধদের পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন!
স্থানীয় রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ বুধবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণের রামেশ্বরপুরের বাসিন্দা ডালিম শেখের বাড়িতে এক ভয়ংকর অঘটন ঘটে গিয়েছে। প্রতিদিনের মত আজও ডালিম শেখের স্ত্রী রাজিয়া বিবি রান্না করছিলেন। সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। অগ্নিদগ্ধ হন অন্তত ৬ জন। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রথমে গোকর্ণ হাসপাতালে পরে সেখান থেকে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই ঘটনায় খবর দেওয়া হয় থানা ও দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকরা।
ভয়াবহ বিস্ফোরণে মৃত ১
পুলিশের তরফে জানা গিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের সময় বাড়িতে আল্লাদী বিবি, রুলি বিবি, নুরজাহান খাতুন, আফরিন পারভীন, আনিসুর শেখ ও রিজবা বিবি এই ৬ সদস্য ছিলেন। কিন্তু ভয়ংকর ভাবে আগুন ছড়িয়ে পড়ায় একে অপরকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন পরিবারের সকল সদস্যই। শেষ পাওয়া আপডেট অনুযায়ী চিকিৎসাধীন অবস্থাতেই ৩ বছরের শিশু আফরিন পারভীনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। কিন্তু সিলিন্ডারে কোনও সমস্যা ছিল নাকি তা খতিয়ে দেখা হবে। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন: হাইকোর্টে শুনানিতে WhatsApp-এ কী দেখালেন বিকাশ? রেগে লাল বিচারপতি দিলেন কড়া নির্দেশ
উল্লেখ্য, কয়েক মাস আগে মুর্শিদাবাদের সাগরদিঘীতে রাতের রান্না করার সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গিয়েছিল এক গৃহস্থের বাড়িতে। আর সেই আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিল ১০ জন। আগুনের তীব্রতা এতটাই ভয়ংকর ছিল যে পর পর বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে গিয়ে সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল। পরিবারের সদস্যরা ও গ্রামের কিছু যুবক স্থানীয় পুলিশ এবং দমকল কর্মীদের খবর দিলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া গিয়েছিল।