রান করার আগেই পড়েছে উইকেট, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে ঘটল বিরাট ঘটনা!

Australia Vs England Test New history was made in the first Test

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে (Australia Vs England Test) চরম নাটকীয়তা দেখছে আন্তর্জাতিক ক্রিকেট। প্রত্যেক ইনিংসের পরতে পরতে উঠে আসছে এক এক নাটকীয় মুহূর্ত। টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাতে অস্ট্রেলিয়ার বোলিং বিভাগের সামনে দাঁড়িয়ে 172 রান তুলেই আত্মসমর্পণ করে ইংলিশরা। পরে সেই রানের জবাবে ইংল্যান্ডের কাঁপুনি ধরানো বোলিংয়ের মুখোমুখি হয়ে 132 এই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে নামে ইংল্যান্ড। আর এই দীর্ঘ সময়ের মধ্যে একাধিক নতুন মুহূর্ত দর্শকদের উপহার দেওয়ার পাশাপাশি প্রথম টেস্টেই ঘটল এক কাকতালীয় ঘটনা। যা আগে কখনও দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট।

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে ঘটে গেল বড় ঘটনা!

অ্যাশেজের প্রথম টেস্ট থেকেই টানটান উত্তেজনা ধরে রেখেই একে অপরের উপর ভারী হয়ে উঠেছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। টেস্টের প্রথম দিনই পড়ে গিয়েছিল 19টি উইকেট। আর এই আসরেই তৈরি হয়েছে নতুন ইতিহাস। আসলে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংস শুরু হতেই রানের সংখ্যার আগেই জ্যাক ক্রোলিকে আউট করে দেন মিচেল স্টার্ক। অর্থাৎ শূন্য রানেই প্রথম উইকেট হারায় ইংল্যান্ড।

কাকতালীয়ভাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস শুরু করতেই ঘটে একই ঘটনা। শূন্য রানেই জোফরা আর্চারের হাতে প্রথম উইকেট দিয়ে বসে অজিরা। পরপর দুই ইনিংসে বোর্ডে রান যোগ হওয়ার আগেই উইকেট ভেঙে যাওয়ায় ইতিহাস গড়ার দিকে দৌড়চ্ছিল অ্যাশেজের প্রথম টেস্ট। এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও পূর্বের ঘটনা পুনরাবৃত্তি হল। ফের ইনিংসের শুরুতেই ইংল্যান্ডের ব্যাটসম্যান ক্রোলির উইকেট তুলে নিলেন স্টার্ক। যার জেরে পরপর তিন ইনিংসে রান করার আগেই পড়ে গিয়েছে উইকেট। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেনি এই ঘটনা। ফলে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টেই নতুন কিছুর সাক্ষী থাকলো ক্রিকেটবিশ্ব।

অবশ্যই পড়ুন: আগে এমনটা দেখেনি কেউ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টে ভাঙা হল বড় নিয়ম!

উল্লেখ্য, খানিকটা কাকতালীয়ভাবেই ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্টের মতোই নতুন ঘটনার সাক্ষী থেকেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টও। শনিবার গুয়াহাটির বর্ষপাড়া স্টেডিয়ামে পুরনো নিয়ম ভেঙে লাঞ্চ বিরতির আগে চা বিরতিতে গিয়েছিল দুই দল। এতদিন যেখানে টস পর্ব সেরে প্রথম সেশনের ম্যাচ হওয়ার পর লাঞ্চ বিরতিতে যেতেন প্লেয়াররা, তারপরই হতো টি ব্রেক। এবার সেই নিয়মেই ছেদ পড়ল দক্ষিণ আফ্রিকা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সিদ্ধান্তে। যদিও এমন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমের সূর্যাস্তের সময়।

Leave a Comment