সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই উদ্বোধন হতে চলেছে গঙ্গা এক্সপ্রেসওয়ে-র (Ganga Expressway)। গঙ্গা এক্সপ্রেসওয়ে সম্পূর্ণ উদ্বোধনের জন্য প্রস্তুত। আর যেদিন এটি উদ্বোধন হবে সেদিনটা ঐতিহাসিক হবে বলে মনে করছে অনেকে। কারণ কোনও যানবাহন নয়, বরং রাফালের মতো যুদ্ধবিমান অবতরণের মাধ্যমে এক্সপ্রেসওয়েটির উদ্বোধন হবে বলে শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদী এটির উদ্বোধন করবেন।
রাফালে বিমান দিয়ে উদ্বোধন হবে গঙ্গা এক্সপ্রেসওয়ে-র?
জানা গিয়েছে, মীরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত নির্মিত এই এক্সপ্রেসওয়ে পূর্ব উত্তরপ্রদেশকে পশ্চিম উত্তরপ্রদেশের সাথে সংযুক্ত করে। ৫৯৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি গঙ্গা নদীর তীরে নির্মিত, তাই এর নামকরণ এরকম করা হয়েছে বলে খবর। সরকারি কর্মকর্তাদের মতে, এক্সপ্রেসওয়েটি যানবাহন চালানোর মাধ্যমে নয়, বরং যুদ্ধবিমানের অবতরণের মাধ্যমে উদ্বোধন করার পরিকল্পনা করা হয়েছে। বাদাউনে এই উদ্দেশ্যে ৫ কিলোমিটার দীর্ঘ রানওয়ে তৈরি করা হয়েছে। উদ্বোধনের সময় ভারতীয় বায়ুসেনার রাফায়েল সহ পাঁচটিরও বেশি যুদ্ধবিমান অবতরণ করবে এবং সেখান থেকেই উড্ডয়ন করবে।
সূত্রের খবর, এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হয়েছে, সব রিপোর্টও জমা পড়েছে বলে খবর। শীঘ্রই উদ্বোধনের তারিখ আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করা হতে পারে। উল্লেখ্য, গত বছর প্রয়াগরাজে মহাকুম্ভের সময় এক্সপ্রেসওয়ের উদ্বোধন হওয়ার কথা ছিল। উত্তরপ্রদেশ সরকার এই ঘোষণা করেছিল। তবে, নির্ধারিত সময়ের মধ্যে প্রায় ৫০% কাজ অসম্পূর্ণ থেকে যায়, যার ফলে মহাকুম্ভের সময় উদ্বোধন সম্ভব হয়নি।
আরও পড়ুনঃ সংক্রান্তিতে কাঁপাবে শীত, শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া
পরবর্তীতে তারিখটি এক বছর পিছিয়ে দেওয়া হয়। আরও বলা হচ্ছে যে ২০২৬ সালে প্রয়াগরাজে মাঘ মেলার আগে উদ্বোধন হবে। তবে, এই মুহূর্তে এটি অসম্ভব বলে মনে হচ্ছে। মাঘ মেলার দ্বিতীয় স্নান ১৪ ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন বিলম্ব হচ্ছে? উত্তরপ্রদেশ সরকারের একজন মুখপাত্রের মতে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্সপ্রেসওয়ের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সময় চেয়েছেন। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তাকে এক্সপ্রেসওয়ের অগ্রগতি রিপোর্ট দেখিয়ে উদ্বোধনের জন্য অনুরোধ করেছেন। প্রধানমন্ত্রী এখনও কোনও সময় দেননি, যে কারণে উদ্বোধন বিলম্বিত হচ্ছে।
হোলির আগে উদ্বোধন হতে পারে?
কর্মকর্তাদের মতে, এক্সপ্রেসওয়েটি এখনও পরীক্ষামূলক ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি। যাত্রী ওঠানামা এবং নামার জন্য সমস্ত র্যাম্পের বাইরে খনন কাজ করা হয়েছে। আশা করা হচ্ছে যে কাজ ১০০% সম্পন্ন হওয়ার পরে, ২৬শে জানুয়ারির দিকে এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণরূপে খুলে দেওয়া হবে, যাতে জনসাধারণের যাতায়াতের সুযোগ থাকবে। তবে, ১৫ই ফেব্রুয়ারির দিকে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গঙ্গা এক্সপ্রেসওয়ের রাস্তা এবং ব্যারিকেডের কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা এবং লোড পরীক্ষার পর সমস্ত টোল ব্যারিকেডও পরিদর্শন করা হয়েছে। এক্সপ্রেসওয়ের পাশে ওয়েটিং এরিয়া, পেট্রোল পাম্প, সিএনজি পাম্প এবং অন্যান্য জনসাধারণের সুযোগ-সুবিধার কাজ দ্রুত এগিয়ে চলছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।