রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের জেরে বিনামূল্যে টোটো সার্ভিস, উদ্যোগ আরামবাগ পুরসভার

Free Toto Service In Arambagh

প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগোচ্ছে, ততই যেন শহরের গলি থেকে রাজপথে নিজেদের দৌরাত্ম দেখিয়ে চলেছে টোটো চালকরা। যার ফলে অত্যাধিক টোটোর বাড়বাড়ন্তে যানজটের ফাঁসে আটকে যাচ্ছে সব পথই। হেলদোল নেই প্রশাসনের, যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। সামান্য কয়েক মিনিটের পথ সকলের কাছে হয়ে উঠছে ঘণ্টা খানেকের। রীতিমত নাকাল পরিস্থিতি সাধারণ মানুষের। তবে এবার এই টোটো পরিষেবা নিয়ে এল এক দারুণ উদ্যোগ। বিনামূল্যেই এখন থেকে টোটো পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।

বিনামূল্যে টোটো পরিষেবা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আরামবাগ পৌরসভা স্থানীয়দের সুবিধার্থে বিনামূল্যে টোটো পরিষেবা (Free Toto Service In Arambagh) শুরু করেছে। মূলত সেখানকার রামকৃষ্ণ সেতুতে যাত্রী পারাপার করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১০ টি টোটো আজ থেকেই পরিষেবা দেওয়ার জন্য চালু করা হয়েছে। পৌরসভার তরফ থেকে জানা গিয়েছে, আরামবাগের বাস স্ট্যান্ড থেকে যাতায়াত করার জন্য কিছু পাওয়া যায় না, তাই সেক্ষেত্রে লাগেজ নিয়ে যাত্রীদের মহাফাঁপরে পড়তে হয়, তাই সেই সমস্যা দূর করতে চালু করা হয়েছে বিনামূল্যে এই পরিষেবা। প্রয়োজনে টোটোর সংখ্যা আরও বাড়ানো হবে।

পৌরসভার উদ্যোগে বেশ খুশি স্থানীয়রা

আরামবাগ পৌরসভা সূত্রে জানা গিয়েছে, এই পরিষেবাটি শহরের মধ্যে নাগরিকদের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য ব্যবহার করা যাবে। এটি বিশেষভাবে বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য উপকারী হবে, যারা সহজে চলাফেরা করতে পারেন না। বিনামূল্যে এই পরিষেবা পাওয়ায় সাধারণ মানুষের সুবিধা হবে এবং তাদের দৈনন্দিন জীবনে স্বাচ্ছন্দ্য আসবে। বিনামূল্যে এই টোটো পরিষেবার উদ্বোধনে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এলাকার কয়েকজন যুব নেতা। এদিকে ২৪ ঘণ্টার এই ফ্রি সার্ভিসে বেশ খুশি স্থানীয়রা।

আরও পড়ুন: কমিশনের চিঠির উল্লেখ, বাংলায় SIR নিয়ে সুপ্রিম কোর্টে বড় দাবি রাজ্য সরকারের

প্রসঙ্গত, খবরের পাতায় প্রায়শই দেখা যায় টোটো সংক্রান্ত নানা ঝামেলায় বেশ চাপের মধ্যে থাকে স্থানীয় বাসিন্দারা। এমনকি এও শোনা যায় যে অনিয়ন্ত্রিত টোটো চালানোর জন্য অনেক পথযাত্রী দুর্ঘটনার শিকারও হয়েছে, যার জেরে বেশ কয়েকটি শহরে টোটো নিয়ে একাধিক পদক্ষেপও নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে আরামবাগ পৌরসভার এই উদ্যোগ সকলকে স্বস্তি দিয়েছে। আশা করা হচ্ছে এমন পরিষেবা বেশ কয়েকটি শহরে খুব শীঘ্রই চালনা করা হবে।

Leave a Comment