রামকে অপমানের অভিযোগ! ছবি ভাইরাল হতেই ক্ষমা চাইলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

প্রীতি পোদ্দার, কলকাতা: ভগবান রামের প্রতি অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়েই বিপাকে পড়লেন অগ্নিমিত্রা পাল! শাড়িতে উল্টো রামের ছবি ঘিরে বিজেপি অন্দরমহলে তৈরি হল এক নয়া বিতর্ক। গতকাল অর্থাৎ শুক্রবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক বিজেপি নেতা সহ কর্মীরা। আর সেখানেই শুরু হল নয়া বিতর্কের সূত্রপাত।

বিতর্কের মুখে অগ্নিমিত্রা পাল

গতকাল দুর্গাপুরের জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই বিশেষ দিনে নয়া চমক আনতে তিনি গেরুয়া রঙের এক শাড়ি পড়েছিলেন। নজরকাড়া বিষয় হল ওই শাড়িতে শ্রীরামের ছবি আঁকা ছিল। কিন্তু বিজেপি নেত্রীর ভুলভাবে শাড়িটি পড়ার কারণে শ্রীরামের ছবিটি উলটো দেখা গেছে। আর তাই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে শাসকদলের পাশাপাশি অনেক হিন্দুত্ববাদীও এই বিজেপি নেত্রীর সমালোচনা করেছেন।

ভাইরাল পোস্ট

এমনকি বাদ যাননি দলের বিজেপি নেতা কর্মীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক বিজেপি কর্মী সব্যসাচী ভট্টাচার্য, ফেসবুকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সেই ছবি পোস্ট করেছিলেন এবং ক্যাপশনে লিখেছিলেন, “ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি ভক্তি দেখাতে গিয়ে রামচন্দ্রের অপমান করে ফেললেন অগ্নিমিত্রা পাল দিদি। আমি আপনার বিরোধী নই, আমার আপত্তি শুধু এই রাম নাম লেখা শাড়ীটার প্রতি, রামের নাম পায়ের তলায় শোভা পায়না।

এছাড়াও তিনি আরও বলেন যে, “রাজনীতিতে সত্যি কথা বলা যদিও উচিত নয়, তবুও বলতে বাধ্য হলাম কারন ভগবান শ্রীরামচন্দ্রের অপমান মুখ বুজে সহ্য করা আমার দ্বারা সম্ভব হবে না।” অন্যদিকে শাসকদলের একাংশ জানাচ্ছেন, এই কাজ যদি কোন অবিজেপি দলের নেত্রী করতেন তাহলেই সকলে বলতেন “হিন্দু খতরে মে হ্যায়”। যদিও গতকালের শাড়ি বিতর্কের কারণে আজ শনিবার অগ্নিমিত্রা পাল সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টে বিষয়টি নিয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন ।

আরও পড়ুন: চেন্নাইয়ে কাজে গিয়ে বিপাকে বাংলার পরিযায়ী শ্রমিকরা, মার খেয়ে ফিরলেন মুর্শিদাবাদে

কী বললেন অগ্নিমিত্রা পাল?

এদিন তিনি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন যে, “রাম আমার শক্তি, আমার প্রেরণা/ রাম নাম ঠোঁটে, আশ্রয় প্রাণে,অধর্ম দেখলেই আগুন টানে। জনকীর স্নেহ, লক্ষণের ভক্তি/ রামের চরিত্রেই খুঁজি মুক্তি। আমি কখনোই কারও ভাবাবেগে আঘাত দিতে চাইনি। এই শাড়িটি আমার ভক্তির প্রকাশ, আমার আত্মার আরাধনা। রামের নাম, রামের চরণ, আমার জীবনের পথপ্রদর্শক —এই পোশাকে আমি তাঁকে বহন করি হৃদয়ে, শ্রদ্ধায়, প্রেমে। যদি কারও অনুভূতিতে অনিচ্ছাকৃত আঘাত লেগে থাকে, আমি দুঃখিত।” তবে শুধু সব্যসাচী ভট্টাচার্যই নন, ফেসবুকে অনেক বিজেপি কর্মীই অগ্নিমিত্রার এমন ফ্যাশনের বিরুদ্ধে সরব হয়েছেন। আবার অনেকেই অগ্নিমিত্রার হয়ে ব্যাটও ধরেছেন।

Leave a Comment