রাশিয়াকে যুদ্ধে সহায়তা? ভারতের উপর আরও কড়া ট্রাম্প

donald trump

সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে ফের টানটান উত্তেজনা। এবার সরাসরি ভারতের দিকে আঙুল তুলল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার অভিযোগ, রাশিয়ার যুদ্ধে অস্ত্র সাহায্য করছে ভারত! আর এর জেরে ভারতের শুল্কের উপর আরো চাপ ফেলবেন বলেই করা হুঁশিয়ারি ছাড়লেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের বিস্ফোরক অভিযোগ

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ ট্রাম্প লিখেছেন, ভারত শুধুমাত্র বিপুল পরিমাণে রাশিয়া থেকে তেল কিনছে না, বরং সেই তেল শোধন করেই বিপুল পরিমাণে লাভ ওপেন মার্কেটে বিক্রি করছে। ইউক্রেনের মানুষ মরুক বা বাঁচুক, তাতে ভারতের কিছু যায় আসে না।

আর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে শোরগোল। কারণ এর আগে ট্রাম্প ভারতের উপর 25% আমদানি শুল্কের ঘোষণা করেছিল। আর এবার সেই হার আরো বাড়বে কিনা তা নিয়েই দেখা যাচ্ছে সংশয়।

রপ্তানি খাতেও বিরাট ধাক্কার আশঙ্কা

উল্লেখ্য, আমেরিকা বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি কেন্দ্র। ফলে যদি শুল্ক আবারো বাড়ে, তাহলে ভারতের রপ্তানি খাত যে বিরাট ধাক্কা খেতে পারে, তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে বস্ত্রশিল্প, কাঠের যন্ত্রাংশ, ওষুধ শিল্প ও ইস্পাত শিল্প প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই খাতগুলি আমেরিকার বাজারে ভারতের রপ্তানির সবথেকে বড় কেন্দ্র।

রাশিয়া থেকে তেল কিনে ইউরোপে রপ্তানি

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভারত রাশিয়া থেকে প্রচুর ছাড়ে অপরিশোধিত তেল কিনে তা দেশের পরিশোধনাগারে পরিশোধন করছে। এরপর সেই ডিজেল বা পেট্রোল চড়া দামে ইউরোপের একাধিক দেশে রপ্তানি করছে। তাই আমেরিকা মনে করছে যে, ভারত এখন সেলিং হাব হয়ে উঠেছে। আর এই তেলের মাধ্যমেই রাশিয়ার অর্থনীতি সচল রাখছে। ফলে তারা খুব সহজেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালাতে পারছে।

এদিকে আমেরিকার চাপ সত্বেও ভারত রাশিয়ার সঙ্গে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক অটুট রেখেছে। অন্যদিকে রাশিয়া বরাবরই ভারতের জন্য অস্ত্র সরবরাহকারী দেশ। এর পাশাপাশি জ্বালানি নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত এই তেল আমদানি অব্যাহতই রাখছে। তবে এখন আন্তর্জাতিক মহলে ভারতের উপর যে চাপ বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment