রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কেন স্মার্টফোন ব্যবহার করেন না? নিজেই জানালেন কারণ

Russian President Vladimir Putin

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Russian President Vladimir Putin) ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে। শুনলে অবাক হবেন, এত বড় একটা দেশের প্রেসিডেন্টের হাতে নেই কোনও মোবাইল ফোন বা স্মার্টফোন! হ্যাঁ, তাঁর নিজস্ব কোনও ফোন নেই। 2018 সালে এক বৈজ্ঞানিকের সঙ্গে আলোচনায় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, আমার কাছে কোনও ফোন নেই। তবে কখনো কি ভেবে দেখেছেন, কেন তিনি প্রযুক্তির থেকে দূরে থাকেন?

আসলে ডিজিটাল যুগে এটি অবাক করার মতোই ঘটনা। কারণ, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে আইফোন ব্যবহার করেন। এমনকি প্রত্যেকটি দেশেরই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট স্মার্টফোন ব্যবহার করেন। তবে তা সত্ত্বেও পুতিন কেন ফোন ব্যবহার করেন না?

‘আমার কাছে ফোন নেই’, নিজেই জানান পুতিন

2018 সালে এক বৈজ্ঞানিকের সঙ্গে সাক্ষাৎকারে পুতিন নিজেই জানিয়েছিলেন যে, তাঁর কোনও স্মার্টফোন নেই। এক বিজ্ঞানী আক্ষেপ করে বলেছিলেন, প্রতিটি মানুষেরই স্মার্টফোন থাকে। এর উত্তরে পুতিন স্পষ্টভাবে বলেছিলেন, না আমার কাছে ফোন নেই। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফোন ব্যবহার করলে প্রাইভেসি ঝুঁকির মুখে পড়তে পারে যা একজন দেশের শীর্ষ নেতার কাছ থেকে কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে পুতিন টিএএসএস রাশিয়ার নিউজ এজেন্সিকে বলেছেন, ক্রেমলিনের ভিতরে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। ক্রেমলিন তাঁর অফিস এবং বাসস্থান। কারোর সঙ্গে কথা বলতে চাইলে তিনি সরাসরি ল্যান্ডলাইন ফোন ব্যবহার করেন। পুতিন বহুবার বলেছেন, তিনি নতুন প্রযুক্তিতে খুব দক্ষ নন এবং ইন্টারনেট ব্যবহার খুবই কম করেন।

আরও পড়ুন: ৪টি ব্যাঙ্কের অস্তিত্ব হারানোর প্রশ্নে জবাব দিল কেন্দ্র সরকার

ইন্টারনেট সম্পর্কে পুতিনের দৃষ্টিভঙ্গি কেমন?

একবার স্কুল শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথনের সময় পুতিন বলেছিলেন যে, তিনি খুব কমই ইন্টারনেট ব্যবহার করেন। তিনি ইন্টারনেটকে সিআইএ-র একটি বিশেষ প্রজেক্ট হিসেবে উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে, ইন্টারনেট যা কিছু আছে তা অর্ধেকই কাজে লাগে না। এমনকি পুতিন বিশ্বাস করেন, ইন্টারনেট বা যে কোনও প্রযুক্তি নিরাপদ নয়। তাই তিনি ফোন বা ইন্টারনেট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে, তাহলে নিত্যনতুন খবরের সম্পর্কে আপডেটেড থাকেন কীভাবে পুতিন? আসলে গোয়েন্দা রিপোর্ট, নথিপত্র, টেলিভিশন, নিউজ চ্যানেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে তিনি প্রতিনিয়ত যুক্ত থাকেন।

Leave a Comment