রাশিয়া থেকে তেল কিনে বিরাট লাভের মুখ দেখল ভারত, হিসেব দেখে জ্বলবে আমেরিকাও

Russia-India Oil Trade Russian oil Helped India to save huge Money

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল কেনায় শাস্তি পেয়েছে ভারত। হুঙ্কার ছেড়ে নয়া দিল্লির উপর দুই ধাপে 50 শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার কারণে একসময়ের প্রিয় বন্ধুর সাথে সম্পর্ক কিছুটা ভিন্ন খাতে বইছে প্রধানমন্ত্রী মোদিরও। কিন্তু তা সত্ত্বেও পুরনো সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসেনি নয়া দিল্লি। আমেরিকা সহ ইউরোপীয় দেশগুলির কঠিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত (Russia-India Oil Trade) রেখেছিল ভারত, এখনও রাখছে, ভবিষ্যতেও রাখবে। আর এই অনড় অবস্থানের জের, বিপুল অর্থ সাশ্রয় হয়েছে কেন্দ্রের।

নিষেধাজ্ঞা উড়িয়ে তেল কেনায় লাভের মুখ দেখল ভারত

বিগত তিন বছরে আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রাশিয়া থেকে তেল কেনার কারণে বর্তমানে শুল্ক নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হলেও আদতে বিপুল অর্থ বেঁচে গিয়েছে ভারতের। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট অনুযায়ী, মার্কিন মুলুকের দাপাদাপিকে পাশ কাটিয়ে বন্ধু রাশিয়া থেকে তেল কেনার কারণে 39 মাসে বিপুল অশোধিত তেল আমদানি করে 1260 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় এগারো হাজার নয়শো পঁয়ষট্টি কোটি পাঁচ লক্ষ টাকারও বেশি লাভ হয়েছে নয়া দিল্লির।

শুধু কি তাই? বিপুল অর্থ সাশ্রয় হওয়ার পাশাপাশি মার্কিন বাধাকে উপেক্ষা করে রাশিয়ার সাথে বাণিজ্য বজায় রাখার কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। রিপোর্ট বলছে, গত আর্থিক বছরে ভারতের সঙ্গে রাশিয়ার সার্বিক বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়ায় 6800 কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 6 লক্ষ কোটি টাকায়। এদিকে তেল, সামরিক সরঞ্জাম সহ অন্যান্য পণ্য মিলিয়ে রাশিয়া থেকে ভারতের আমদানি মূল্য ছিল 6300 ডলারের, ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে 5 লক্ষ কোটি টাকা।

বলা বাহুল্য, সময়ের সাথে সাথে রাশিয়া থেকে তেল আমদানি বাড়িয়েছে ভারত। 2022-23 আর্থিক বছরে ভারত রাশিয়া থেকে 1622 কোটি ডলারের তেল আমদানি করে 487 কোটি ডলার সাশ্রয় করেছিল। এরপর 2023-24 আর্থিক বছরে রাশিয়া থেকে অতিরিক্ত ছাড়ে বিপুল তেল কিনে 541 কোটি ডলার বাঁচিয়েছিল নয়া দিল্লি। এছাড়াও 2024-25 আর্থিক বছরে রাশিয়া থেকে তেল কিনে অল্প হলেও 145 কোটি ডলার সাশ্রয় করেছিল ভারত। এবং সবশেষে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের শেষে কিছুটা বেশি ছাড়ে তেল কিনে 84 কোটি ডলার সাশ্রয় করেছে কেন্দ্র। আশা করা হচ্ছে আগামী দিনে এই লাভের পরিমাণ আরও বাড়বে।

অবশ্যই পড়ুন: মাঠেই গালিগালাজ শুরু করলেন ধোনি! মাহির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোহিত শর্মার

ইউক্রেন যুদ্ধের পরই রাশিয়া থেকে তেল কেনা বাড়ায় ভারত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর বহু আগে থেকেই তেল ক্ষেত্রে মস্কোর অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার ছিল ভারত। তবে সবচেয়ে অবাক করা বিষয়, ইউক্রেন যুদ্ধের পর থেকেই পুতিনের দেশ থেকে তেল কেনাটা বাড়িয়ে দেয় নয়া দিল্লি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মুহূর্তে তেল আমদানির নিরিখে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ ভারত। জানলে অবাক হবেন, বিদেশ থেকে আমদানি করা মোট তেলের 35 শতাংশেরও বেশি আসে রাশিয়া থেকে। আর সেটাই এখন ট্রাম্পের দাপাদাপির অন্যতম বড় কারণ হয়ে উঠেছে। তবে একথা না বললেই নয়, আমেরিকা সহ পশ্চিমাদেশগুলির চোখে রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি ঠিক না হলেও, বন্ধু দেশ থেকে তেল কেনার কারণে অনেকটাই আর্থিক সাশ্রয় হয়েছে ভারতের।

Leave a Comment