বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রায়শই পাকিস্তান সরকার এবং পাক সেনাবাহিনীর বিরুদ্ধে একাধিক সব চাঞ্চল্যকর মন্তব্য করতে শোনা যায় পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা আদিল রাজাকে। এবারেও সেই নিয়মের বাইরে থাকলেন না তিনি। সম্প্রতি একটি ভিডিও বার্তায়, প্রাক্তন পাক সেনা কর্মকর্তা আদিল রাজা একেবারে সরাসরি জানিয়েছেন, উন্নত বিমান প্রতিরক্ষা প্রযুক্তি S-400 চুরি (Russia Pakistan S-400 News) করার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI তাদের এজেন্টদের রাশিয়ায় পাঠিয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, চিনের উপর ভরসা করলেও পাকিস্তানের বিমান বাহিনী ড্রাগনের দেশের তরফে কোনও প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে না।
পাকিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে অস্বীকার করেছে চিন
গত মে মাসে, ভারতের অপারেশন সিঁদুরের ধাক্কায় ব্যাপক ক্ষতি হয়েছে পাকিস্তানের। নয়া দিল্লির সিদ্ধান্তের পর পশ্চিমের দেশের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের অন্তত 70 শতাংশ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। না বললেই নয়, ভারতের সাথে লড়াইয়ে পাকিস্তান সে সময় চিনের তরফে পাওয়া প্রতিরক্ষা ব্যবস্থা এইচকিউ-9বি ব্যবহার করেছিল। তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেয় ব্রহ্মস সহ অন্যান্য স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রগুলি। ড্রোন ব্যবহার করে লাহোরের ডিফেন্স সিস্টেমের রাডারটি ভেঙে দেয় ভারত। আর এরপর থেকেই বারবার দাদা চিনের কাছে প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আবেদন জানিয়েছে পাকিস্তান। তবে রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে প্রতিরক্ষা ব্যবস্থা দিতে একেবারে সরাসরি না বলে দিয়েছে বেইজিং।
রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চুরি করছে পাকিস্তান?
সম্প্রতি একটি ভিডিও বার্তায় পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা আদিল রাজা একেবারে খোলাখুলি জানিয়েছেন, পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা 2 সপ্তাহ ধরে চিন সফর করেছেন। চিনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে পাক সরকার। তবে চিন এই বিশেষ ব্যবস্থা পাকিস্তানকে দেবে না বলে অনেক আগেই জানিয়ে দিয়েছে। তাছাড়াও চিনের কাছ থেকে এই বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার মতো অর্থও নেই ইসলামাবাদের। তাই বাধ্য হয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI তার এজেন্টদের রাশিয়া থেকে S-400 চুরি করার জন্য পাঠিয়েছে।
অবশ্যই পড়ুন: পার পাবেন না বিরাটরাও, ভারতীয় প্লেয়ারদের এবার এই টুর্নামেন্ট খেলতেই হবে! জানাল BCCI
আদিল রাজার মতে, এই সব কারণেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে 40 মিনিটেরও বেশি সময় অপেক্ষা করিয়ে শেষপর্যন্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে অস্বীকার করেছেন। আদিলের অভিযোগ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং পুতিনের মধ্যেকার বৈঠকে জোর করে ঢোকার চেষ্টা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সবমিলিয়ে, প্রাক্তন পাক কর্মকর্তা মনে করেন, চিনের পর রাশিয়ার কাছেও একপ্রকার ঘাড় ধাক্কা খেয়েছে ইসলামের দেশটি।