রাষ্ট্রপতির হাত থেকে সর্বোচ্চ পুরস্কার পেলেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী

Vaibhav Sooryavanshi Takes Pradhan Mantri Rashtriya Bal Puraskar from president murmu

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাট হাতে 22 গজে বারবার ঝড় তুলেছেন বিহারের ভূমিপুত্র 14 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সেই সূত্রেই এত ছোট বয়সে গড়েছেন একাধিক রেকর্ড। এবার সেই বৈভবই 5 থেকে 18 বছর বয়সীদের মধ্যে সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন। শুক্রবার, বীর বাল দিবসে রাষ্ট্রপতি ভবনে বৈভব সূর্যবংশীর হাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার তুলে দিলেন খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, পুরস্কার গ্রহণ করার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করবেন 14 বছরের কিশোর।

অল্প বয়সেই বড় সম্মান অর্জন করলেন বৈভব

প্রতিবছরই বীর বাল দিবসে মূলত সাহসিকতা, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্রে সহ অন্যান্য একাধিক ক্ষেত্রে প্রতিভাবান যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। এর আগে ক্রীড়াক্ষেত্রে নিজের ক্ষমতা দেখিয়ে এই বিশেষ পুরস্কার পেয়েছিলেন খুদে দাবাড়ু অনীশ সরকার। এছাড়াও মাত্রুপু জেসারাজের মতো স্কেটিং প্রতিবাদের হাতেও তুলে দেওয়া হয়েছে এই বিশেষ পুরস্কার। এবার সেই পুরস্কার খোদ রাষ্ট্রপতির হাত থেকে নিলেন বিহারের বৈভব।

অবশ্যই পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র

কেন ভারতে পালিত হয় বীর বাল দিবস?

প্রথমেই বলে রাখি, শিখদের ধর্মগুরু গুরু গোবিন্দ সিং এর দুই পুত্র সাহেবজাদা বাবা জোরাবর সিং এবং বাবা ফতেহ সিংয়ের আত্ম বলিদান স্মরণ করতেই প্রতিবছর 26 ডিসেম্বর দিনটিকে বীর বাল দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। সেই মতোই এবছর বিভিন্ন ক্ষেত্রে দেশের 18টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের 20 জন শিশুকে অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি নিজেই। শুধু তাই নয়, বিশেষ অবদানের জন্য শিশুদের পুরস্কৃত করার পাশাপাশি তাঁদের সাহসিকতা এবং প্রতিভার প্রশংসা করেছেন দ্রৌপদী মুর্মু।

অবশ্যই পড়ুন: ‘পাকিস্তান একটা গণতন্ত্রহীন দেশ, ওদের পরমাণু বিশ্বের জন্য হুমকি!’ পুতিন

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়েই জনপ্রিয়তার শিখরে উঠেছেন বৈভব সূর্যবংশী। এরপর থেকে ভারতের হয়ে অনূর্ধ্ব 19 দলে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। শুধু তাই নয়, চলতি বিজয় হাজারে ট্রফিতেও বিহারের হয়ে ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই ভারতীয় কিশোর। সবচেয়ে বড় কথা, চলতি টুর্নামেন্টের একেবারে প্রথম ম্যাচেই অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ব্যাট হাতে 84 বলে 190 রান করে তাক লাগিয়ে দেন সূর্যবংশী।

Leave a Comment