রাহানেতেই ভরসা নাকি নুতুন কোনও মুখ! IPL 2026 এ কে হবেন KKR-র অধিনায়ক?

KKR IPL 2026 Captain Kolkata Knight Riders New update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এ মাথা তুলে দাঁড়াতে ইতিমধ্যেই দলে একাধিক পরিবর্তণ বলা ভাল দলটাকেই পরিবর্তন করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। গত সিজনের পর প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত দল ছাড়তেই একজন বিকল্প দক্ষ কোচের খোঁজ শুরু করে KKR। সেই মতোই সমস্ত জল্পনাকে সত্যি করে চেনা মুখ অভিষেক নায়ারকে নাইটদের হেড স্যারের দায়িত্ব দিয়েছে শাহরুখের ম্যানেজমেন্ট। সহকারী কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়াটসনকে। এখানেই শেষ নয়, নাইটদের বোলিং কোচ হয়েছেন প্রাক্তন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। এখন প্রশ্ন, এবার কি তাহলে অধিনায়কও বদলে ফেলবে KKR (KKR IPL 2026 Captain)? যদি সেটা হয় সে ক্ষেত্রে কাকে করা হবে নাইট শিবিরের সেনাপতি?

কে হবেন KKR এর অধিনায়ক?

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ব্যর্থতা কোনও দিনও ভুলতে পারবেন না কলকাতা নাইট রাইডার্স ভক্তরা। 2024 সিজনে যে দলটা একেবারে দাপিয়ে খেলে চ্যাম্পিয়ন হল, তারাই নাকি 2025 সিজনে এসে ধেরিয়েছে। এক কথায় তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের করুণ দশা একেবারেই মেনে নিতে পারেননি নাইট ভক্তরা। বলাই বাহুল্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি সহজ ম্যাচে হারের পর পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থেকে যাত্রা শেষ করেছিল KKR। যার কারণে কাঠগড়ায় উঠতে হয়েছিল অধিনায়ক অজিঙ্কা রাহানেকে। প্রশ্ন উঠেছিল তাঁর ভূমিকা এমনকি কেরিয়ার নিয়েও। সেই থেকেই জল্পনা আছে, হয়তো অধিনায়ক বদলে ফেলবে KKR।

সাম্প্রতিককালে নাইট শিবিরের অধিনায়ক বদল নিয়ে জল্পনা বাড়লেও গতকাল রিটেনশন তালিকায় জায়গা পেয়েছেন অজিঙ্কা রাহানে। তবে ধরে রাখা প্লেয়ারদের তালিকায় রাহানে জায়গা পেলেও কমেনি অধিনায়ক বদলের জল্পনা। অনেকেই বলছেন, রিটেনশন তালিকায় জায়গা পেলেও হয়তো একজন সাধারণ ব্যাটসম্যান হিসেবে খেলবেন রাহানে। তাহলে কি নিলাম থেকে নতুন অধিনায়ক কিনতে চলেছে শাহরুখের দল? এ বিষয়ে বেশ কয়েকটি সূত্রের দাবি, শুরুর দিকে দলের গঠন বুঝতে কিছুটা সমস্যা হয়েছিল রাহানের। তবে আসন্ন মরসুমে আর সেটা হবে না। কাজেই IPL 2026 এ KKR এর রিমোট কন্ট্রোল থাকতে পারে ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতেই। এক কথায়, তাঁকেই অধিনায়কের আসনে বহাল রাখতে সোনালী বেগুনি শিবির।

অবশ্যই পড়ুন: এড়ানো গেল না পরাজয়, ইডেনের বুকে প্রথম টেস্ট জিতে ভারতকে ক্ষমতা দেখাল দক্ষিণ আফ্রিকা

উল্লেখ্য, গতবার শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়ার পর নিলামের একেবারে শেষ প্রান্তে গিয়ে মাত্র দেড় কোটির বিনিময়ে ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রাহানেকে কিনে নেয় কলকাতা। পরবর্তীতে তাঁকেই বসানো হয় সেনাপতি আসনে। যদিও সেই দায়িত্বে নিজের 100 শতাংশ দিতে না পারলেও দলের হয়ে একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে নিংড়ে দিয়েছিলেন রাহানে। গত সিজনে KKR এর হয়ে 13 ম্যাচে অংশ নিয়ে 390 রান করেছিলেন তিনি। যা নাইট শিবিরের অন্যান্য স্টার প্লেয়ারদের রান সংখ্যার তুলনায় অনেকটাই বেশি।

Leave a Comment